ট্রাম্পের গাজা পরিকল্পনা সফল হবে না: পাকিস্তানি পত্রিকা
https://parstoday.ir/bn/news/world-i153008-ট্রাম্পের_গাজা_পরিকল্পনা_সফল_হবে_না_পাকিস্তানি_পত্রিকা
পার্সটুডে- পাকিস্তানের একটি পত্রিকা সোমবার একাধিক কারণ উল্লেখ করে জানিয়েছে, গাজা যুদ্ধ অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ব্যর্থতার দিকে যাচ্ছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১৪, ২০২৫ ১৯:৩৬ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- পাকিস্তানের একটি পত্রিকা সোমবার একাধিক কারণ উল্লেখ করে জানিয়েছে, গাজা যুদ্ধ অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ব্যর্থতার দিকে যাচ্ছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’ “কেন ট্রাম্পের গাজা পরিকল্পনা ব্যর্থ হবে” শিরোনামের এক নিবন্ধে লিখেছে- এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো “জায়োনিস্ট দখলদারিত্বকে মজবুত করা, বর্ণবৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং কূটনীতির নামে গণহত্যাকে বৈধতা দেওয়া।

পত্রিকাটির বিশ্লেষক ইজাজ হায়দার বলেন, “ট্রাম্পের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ- এটি ঐতিহাসিক অভিজ্ঞতার পরিপন্থী; গাজা যুদ্ধের প্রকৃতি ও সংশ্লিষ্ট জটিল বিষয়গুলো এই পরিকল্পনায় সঠিকভাবে আসেনি; যারা বিশ্বাস করে গাজায় কেউ নিরপরাধ নয় এবং যুদ্ধ চলতে থাকা উচিত বলে যেসব ইহুদিবাদী বিশ্বাস করে তাদের অস্তিত্বের বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে; ইসরায়েল কখনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে অনুমোদন করবে না, যেমন ২০২৪ সালের জুলাই মাসে ইসরায়েলি সংসদ ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে ‘রেজিমের অস্তিত্বের জন্য হুমকি’ বলে প্রত্যাখ্যান করেছে এবং এসব বিষয় থেকে এটা স্পষ্ট যে, শান্তির প্রতি ইসরায়েলের কোনো আগ্রহই নেই।

পাকিস্তানি এই বিশ্লেষকের মতে, ইসরায়েলি শাসনের প্রধান লক্ষ্য হলো গাজায় “জাতিগত নির্মূল"।  তিনি বলেন, ট্রাম্পের অতীত নীতি ও কর্মকাণ্ড বিবেচনা করলে দেখা যায়, তার সিদ্ধান্তগুলো স্থিতিশীলতা সৃষ্টি না করে বরং অস্থিতিশীলতা বাড়াবে।

ডন’ আরও লিখেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রস্তাবিত তথাকথিত “আব্রাহাম অ্যাকর্ডস” বাস্তবে কেবল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জায়োনিস্ট সহিংসতা বৃদ্ধির পথকেই প্রশস্ত করেছে। আব্রাহাম চুক্তিটি দখলদার ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে সামনে আনা হয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।