ট্রাম্পের জনপ্রিয়তায় ধসের নতুন রেকর্ড; ভেতর থেকেই ধ্বংস হচ্ছে ইসরায়েল
https://parstoday.ir/bn/news/world-i153690-ট্রাম্পের_জনপ্রিয়তায়_ধসের_নতুন_রেকর্ড_ভেতর_থেকেই_ধ্বংস_হচ্ছে_ইসরায়েল
পার্স টুডে - একটি নতুন জরিপে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্টির মাত্রা ৬৩ শতাংশে পৌঁছেছে; এটি একটি নজিরবিহীন সংখ্যা যখন দেশের জনগণ অর্থনৈতিক পরিস্থিতি এবং তার সরকারের পররাষ্ট্র নীতি নিয়েও ব্যাপকভাবে উদ্বিগ্ন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৪, ২০২৫ ১১:৪৭ Asia/Dhaka
  • ট্রাম্পের প্রতি গণ-অসন্তোষের মাত্রায় নতুন রেকর্ড
    ট্রাম্পের প্রতি গণ-অসন্তোষের মাত্রায় নতুন রেকর্ড

পার্স টুডে - একটি নতুন জরিপে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্টির মাত্রা ৬৩ শতাংশে পৌঁছেছে; এটি একটি নজিরবিহীন সংখ্যা যখন দেশের জনগণ অর্থনৈতিক পরিস্থিতি এবং তার সরকারের পররাষ্ট্র নীতি নিয়েও ব্যাপকভাবে উদ্বিগ্ন।

সোমবার প্রকাশিত সিএনএন-এর এক নতুন জরিপে দেখা গেছে যে ৬৩ শতাংশ আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কর্মক্ষমতায় অসন্তুষ্ট। অসন্তোষের এই হার ট্রাম্পের দুই মেয়াদের শাসনকালের মধ্যে সর্বোচ্চ।  এই জরিপের ফলাফল থেকে আরও জানা যায় যে, বেশিরভাগ আমেরিকানই তাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে অবাঞ্ছিত বলে মনে করেন এবং অর্থনীতি, পররাষ্ট্র নীতি ও অভিবাসন ক্ষেত্রে ট্রাম্পের নীতিগুলো নানা সংকটকে আরও তীব্র করার কারণ বলে শনাক্ত করেছেন।

ভাল্লা: ইসরাইল ভেতর থেকে ভেঙে পড়ছে

জায়োনিস্ট নিউজ আউটলেট ভাল্লা জানিয়েছে, ইসরায়েলি প্রসিকিউটরের অফিস থেকে শুরু করে মিডিয়া সেক্টর এবং হাশেড্রট (ইসরায়েলি শ্রমিক ইউনিয়ন ফেডারেশন) ইস্যু পর্যন্ত ইসরায়েলের সব কিছুই সংকটে রয়েছে। এর অর্থ ইসরায়েল ভেতর থেকে সাংগঠনিকভাবে ভেঙে পড়ছে এবং জনসাধারণের উপর বর্বরতা, নোংরামি ও অন্ধ ঘৃণা রাজত্ব করছে। এই সংবাদ সাইটের লেখক "লিট রন" একটি প্রতিবেদনে বলেছেন যে ইহুদিবাদীরা ক্লান্ত, ভঙ্গুর এবং ক্লান্ত হয়ে পড়েছে। আর এই বিষয়টি এখন ইসরায়েলের শত্রুদের কানে পৌঁছেছে।

মস্কো-বেইজিং: কৌশলগত সহযোগিতা জোরদার ও দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের অংশ হ্রাস 

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং সোমবার তার রাশিয়ান প্রতিপক্ষ মিখাইল মিশুস্তিনের সাথে এক বৈঠকে উন্নয়ন ও নিরাপত্তার প্রেক্ষাপটে অভিন্ন স্বার্থ রক্ষার জন্য সকল ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে রাশিয়ার সাথে কাজ করার জন্য তার দেশের প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন। বৈঠকে রাশিয়ার প্রধানমন্ত্রীও বলেছেন: "দুই দেশের শতাব্দী প্রাচীন বন্ধুত্বের ইতিহাসে রাশিয়া ও চীনের সম্পর্ক সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছে। মিশুস্তিন, চীনকে রাশিয়ার বৃহত্তম বিদেশী বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছেন যে মস্কো ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য লেনদেনে ডলার ও ইউরোর অংশ কিছুটা হ্রাস পেয়েছে।"

সুদানের প্রধানমন্ত্রী: আমাদের দেশে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর ফলাফল বিপরীত হবে

 "র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস" কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুদানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে সুদানে আন্তর্জাতিক বাহিনী পাঠানো পরিস্থিতিকে আরও খারাপ করবে। উত্তর দারফুরের ফাশার শহরে নৃশংস অপরাধযজ্ঞ ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সুদানের প্রধানমন্ত্রী কামেল ইদ্রিস বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় খুব বেশি কিছু করছে না।

গাজায় শিশুদের হত্যার জন্য ইসরায়েলের খেলনা-বোমা

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের হত্যার জন্য খেলনা বোমা হামলা চালিয়েছে। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ ঘোষণা করেছেন, দখলদার ইহুদিবাদী সেনাবাহিনী শিশুদের প্রলুব্ধ করতে বোমা ভর্তি খেলনা ব্যবহার করছে এবং গাজার বিভিন্ন এলাকায় এই খেলনাগুলো পেতে রেখে গেছে।

সরদার পাকপুর: আইআরজিসির প্রস্তুতির স্তর ১২ দিনের যুদ্ধের চেয়ে অনেক বেশি

ইরানের জাতীয় সংসদ মজলিশে শুরায়ে ইসলামীর জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্যদের সাথে এক যৌথ বৈঠকে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার জোর দিয়ে বলেছেন:বর্তমানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রস্তুতির স্তর ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি, এবং এই বাহিনী তার কর্তৃত্ব ও প্রস্তুতির শীর্ষে রয়েছে।

বেলারুশ ও ইরানের মধ্যে বিমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ইরানি বিমান বাহিনীর একটি সামরিক প্রতিনিধিদল মিনস্কে রয়েছে এবং উভয় পক্ষ বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করছে। বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর একটি সামরিক প্রতিনিধিদল মিনস্ক সফর করছে এবং এই দলটি  ৫ নভেম্বর পর্যন্ত সেদেশে অবস্থান করবে। #

পার্স টুডে/এমএএইচ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।