সিরিয়ায় ইসরাইলি অভিযান; ফিলিস্তিনের পশ্চিম তীরে নৃশংসতার নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/world-i154490-সিরিয়ায়_ইসরাইলি_অভিযান_ফিলিস্তিনের_পশ্চিম_তীরে_নৃশংসতার_নিন্দা_জানাল_ইরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতা এবং সেখানকার বাসিন্দাদের ওপর হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে।
(last modified 2025-11-28T13:59:32+00:00 )
নভেম্বর ২৮, ২০২৫ ১৫:৪২ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতা এবং সেখানকার বাসিন্দাদের ওপর হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে।

দখলদার ইসরায়েলি সৈন্যরা বৃহস্পতিবার জেনিনে হামলা চালিয়েছে এবং সেখানে দুই ফিলিস্তিনি যুবককে প্রকাশ্যে হত্যা করেছে। তারা দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণ করার পরও তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, নাবলুস ও জেনিনের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলাতে ঘাতক ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা, ফিলিস্তিনিদের টার্গেট করে হত্যা, নির্বিচারে আটক, ঘরবাঘি ধ্বংস এবং কৃষকদের জমি-ফসল নষ্ট করার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে দায়িত্ব রয়েছে।, কারণ এসব অপরাধ সেখানে প্রতিনিয়ত ঘটছে।

দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি হামলা

সিরিয়ায় জোলানি সরকারের সমর্থনপুষ্ট একটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী রিফ দামেস্কের বেইত জিন উপশহরে হামলা চালিয়ে দুই জনকে হত্যা করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক অভিযান শেষে দখলদার বাহিনী বেইত জিন উপশহর থেকে সরে গিয়ে বাত আল-উয়ারদা টিলায় অবস্থান নেয়। স্থানীয় সূত্রগুলো আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকার আশপাশে হেলিকপ্টারের সাহায্যে টহল দিয়েছে এবং সেখান থেকে তাদের নিজেদের আহত সেনাদের সরিয়ে নিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: গাজার যুদ্ধবিরতির নামে প্রতারণা করা হচ্ছে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি এমন ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে পারে যে গাজায় জীবন আবার স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু বাস্তবতা এমন নয়। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের গণহত্যা থেমে নেই এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি উপলব্ধি করতে হবে।

রাশিয়া: ন্যাটো ও ইউরোপের কার্যকলাপ পর্যবেক্ষণে রেখেছি

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া নিজের সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক তৎপরতা গভীরভাবে নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভেনেজুয়েলা: ৬ বড় এয়ারলাইন্সের লাইসেন্স বাতিল

ভেনেজুয়েলা ছয়টি বড় এয়ারলাইন্সের কার্যক্রমের অনুমতি বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের সতর্কতার পর এসব এয়ারলাইন্স লাতিন আমেরিকার এই দেশে তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। কারাকাস বলেছে, একতরফাভাবে ফ্লাইট বন্ধ করা মানে তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসী নীতির সঙ্গে একাত্ম হয়েছে।

সিরিয়ার আলাভি নেতার সতর্কবার্তা

সিরিয়ার আলাভি সম্প্রদায়ের সর্বোচ্চ ইসলামি কাউন্সিলের প্রধান শেখ গাজাল গাজাল বৃহস্পতিবার জোলানির দামেস্ক সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলাভি সম্প্রদায়ের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে আমরা নীরব থাকব না; সাহসিকতার সঙ্গে তোমাদের প্রাণঘাতী অস্ত্রের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করব।#

পার্সটুডে/এসএ/২৭