গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে: জাতিসংঘ মহাসচিব
https://parstoday.ir/bn/news/world-i154710-গাজায়_ইসরায়েলি_যুদ্ধাপরাধের_জোরালো_প্রমাণ_রয়েছে_জাতিসংঘ_মহাসচিব
পার্সটুডে - জাতিসংঘের মহাসচিব গাজায় নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, 'গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে তার জোরালো প্রমাণ রয়েছে।'
(last modified 2025-12-04T12:45:16+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২৫ ১৪:০৮ Asia/Dhaka
  • জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

পার্সটুডে - জাতিসংঘের মহাসচিব গাজায় নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, 'গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে তার জোরালো প্রমাণ রয়েছে।'

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে গাজায় ইসরায়েলি হামলার যুদ্ধাপরাধ সম্পর্কে বলেন,  'এই অপরাধ সংঘটিত হওয়ার জোরালো প্রমাণ রয়েছে।'

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ১০ অক্টোবর থেকে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কিন্তু ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং উপত্যকার অবকাঠামো ধ্বংস করে চলেছে।

এদিকে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বৃহস্পতিবার সকালে বলেছেন, 'আহতদের উপত্যকা ছেড়ে যেতে ইসরায়েলের বাধা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার নীতির ধারাবাহিকতা।'

আল-থাওয়াতবা এক বিবৃতিতে বলেছেন যে দখলদার শাসক গোষ্ঠী আহতদের জন্য ক্রসিং বন্ধ করে দিচ্ছে এবং গাজার বাইরে চিকিৎসার জন্য যেতে বাধা দিচ্ছে। হাসপাতালগুলোর ব্যাপক ধ্বংস, স্বাস্থ্য ব্যবস্থার পতন এবং মৌলিক চিকিৎসা সুবিধার তীব্র ঘাটতির পরেও চিকিৎসার জরুরি প্রয়োজন সত্ত্বেও এই পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।#

 

পার্সটুডে/এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।