নেপোলিয়ন থেকে ট্রাম্প: স্বৈরশাসকরা নিজেরাই নিজেদের পদক পরিয়ে দেন!
https://parstoday.ir/bn/news/world-i154822-নেপোলিয়ন_থেকে_ট্রাম্প_স্বৈরশাসকরা_নিজেরাই_নিজেদের_পদক_পরিয়ে_দেন!
পার্সটুডে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যাপক বিতর্ক তৈরি করেছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে এই নতুন পুরস্কার দেওয়া হয়। অথচ কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার লাভে ব্যর্থ হয়েছিলেন।
(last modified 2025-12-07T10:41:25+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৫ ১৬:৫৮ Asia/Dhaka
  • ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান করেন ইনফান্তিনো
    ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান করেন ইনফান্তিনো

পার্সটুডে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যাপক বিতর্ক তৈরি করেছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে এই নতুন পুরস্কার দেওয়া হয়। অথচ কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার লাভে ব্যর্থ হয়েছিলেন।

অনেক রাজনৈতিক বিশ্লেষক ও ক্রীড়া ব্যক্তিত্ব এই পুরস্কার প্রদানকে ফিফার নিরপেক্ষতার দাবির পরিপন্থী বলে মনে করেছেন এবং ট্রাম্পের আন্তর্জাতিক রেকর্ড ও অবস্থান শান্তির ধারণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। বিজয়ী বাছাইয়ের প্রক্রিয়া খুব অসচ্ছ ছিল বলেও সমালোচনা উঠেছে। এসব কারণে এক্স–এ ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন, যেগুলোর কিছু নিচে তুলে ধরা হলো।

“রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প” অ্যাকাউন্টটি এই পুরস্কারকে 'ভুয়া' আখ্যায়িত করে লিখেছে, ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার- ইতিহাসের এক করুণ ও অপমানজনকতম মুহূর্তগুলোর একটি। তারা আক্ষরিক অর্থেই একটি 'শান্তি পুরস্কার' উদ্ভাবন করেছে যাতে আসল নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পরও তাকে খুশি রাখা যায়। এটা নকলের চূড়ান্ত পর্যায়।

আরেক ব্যবহারকারী “অ্যালিস ভাওরা” ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, তিনি (ট্রাম্প) নিজেই নিজের গলায় মেডেল পরিয়েছেন…

“জন গ্যালন” নামে আরেকজন ব্যবহারকারী নেপোলিয়নের সেই বিখ্যাত ছবি (যেখানে নেপোলিয়ন নিজের মাথায় সম্রাটের মুকুট পরাচ্ছেন) শেয়ার করে ভাওরার মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

ট্রাম্পের এই কাণ্ড যখন ব্যবহারকারীদের হাস্যরস ও বিদ্রূপের বিষয় হয়ে উঠল, তখন “টলারেন্ট প্যারাডক্স” লিখলেন, স্পষ্টতই তিনি জীবনে কখনো সত্যিকারের কোনো মেডেল জিতেননি। যে কেউ সত্যিকারের মেডেল জিতেছে, সে জানে যে মেডেল নিজের গলায় ঝোলানো যায় না!

“ট্রোল ফুটবল” অ্যাকাউন্ট নিচের ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছে: ডোনাল্ড ট্রাম্প—ফিফার প্রথম শান্তি পুরস্কারের বিজয়ী!

“স্পোর্টস অ্যান্ড পলিটিক্স” অ্যাকাউন্ট তীব্র সমালোচনা করে লিখেছে, আমেরিকায় বিশ্বকাপের আগে ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া নাজি জার্মানির সময়কার অলিম্পিকের সঙ্গে তুলনীয়। বিশ্ব ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য ও অন্ধকার মুহূর্তগুলোর একটি। একজন ফ্যাসিস্ট, অপরাধী, ধর্ষক, বর্ণবাদী ও প্রতারক—যাকে একাধিকবার দোষী সাব্যস্ত করা হয়েছে—তাকে ফিফা শান্তি পুরস্কার! ট্রাম্প আর ইনফান্তিনো—দুজনেই একই রকম নোংরা ও দুর্নীতিগ্রস্ত।

আরেক ব্যবহারকারী “সাইয়্যেদ আমির সিয়াহ” গাজার গণহত্যায় ট্রাম্পের নেতানিয়াহুকে সমর্থন ও অস্ত্র সরবরাহের কথা উল্লেখ করে লিখেছেন, যে ব্যক্তি ইসরায়েলকে বোমা দিয়েছে যাতে ৪০ হাজার নারী ও শিশুকে হত্যা করা যায়, তাকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হাস্যকর। নেতানিয়াহুকেও যদি এই পুরস্কার দেওয়া হতো, তাহলেও ঠিক একই রকম হাস্যকর লাগত।#

পার্সটুডে/এমএআর/৭