আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা বহাল
https://parstoday.ir/bn/news/world-i155304-আন্তর্জাতিক_অপরাধ_আদালতে_নেতানিয়াহুর_গ্রেপ্তারি_পরোয়ানা_বহাল
পার্সটুডে-মার্কিন নিষেধাজ্ঞা এবং ইহুদিবাদী ইসরাইলের কূটনৈতিক চাপ সত্ত্বেও, আন্তর্জাতিক অপরাধ আদালত বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়াওভ গ্যালান্টের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেনি এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।
(last modified 2025-12-21T11:17:38+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৫ ২০:৫৮ Asia/Dhaka
  •  ইয়াওভ গ্যালান্ট (ডানে) ও নেতানিয়াহু
    ইয়াওভ গ্যালান্ট (ডানে) ও নেতানিয়াহু

পার্সটুডে-মার্কিন নিষেধাজ্ঞা এবং ইহুদিবাদী ইসরাইলের কূটনৈতিক চাপ সত্ত্বেও, আন্তর্জাতিক অপরাধ আদালত বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়াওভ গ্যালান্টের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেনি এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

২০২৪ সালের নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত "যুদ্ধাপরাধ সংঘটনের" অভিযোগে "প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু" এবং বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী "ইয়াওভ গ্যালান্ট"র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশ করলে তাদের দুজনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো ঐতিহাসিক রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। ওই রায়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল।

পার্সটুডে আরও জানিয়েছে, ইসরায়েল সরকারিভাবে প্রতিবাদ, তৎকালীন অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অভিযোগ এবং আন্তর্জাতিক তদবিরের মাধ্যমে রায়টি বাতিল করার চেষ্টা করেছিল। তারপরও আদালত ১৫ ডিসেম্বর তার প্রতিবাদ প্রত্যাখ্যান করে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন