ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ব্যাপক বয়কট
ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন আগ্রাসন একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ: আরাকচি
-
সাইয়্যেদ আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের পর সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইরান ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান খাইল পিন্টো শনিবার সন্ধ্যায় ফোনে কথা বলেন। তাঁরা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের পর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পার্সটুডে জানিয়েছে, আরাকচি ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন এবং দেশটির বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর অপহরণের তীব্র নিন্দা জানিয়েছে। তিনি মার্কিন হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি স্পষ্ট উদাহরণ এবং ভেনেজুয়েলার জনগণের সার্বভৌমত্ব ও জাতীয় ইচ্ছার ওপর একটি স্পষ্ট আক্রমণ বলে মনে করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলার জনগণ এবং নির্বাচিত সরকারের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থনের ওপর জোর দেন। ইভান খেল পিন্টো ভেনেজুয়েলার সাথে সংহতি ঘোষণা করার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত অবস্থানের প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার জনগণ এবং সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের গুন্ডামি এবং অবৈধ নীতির বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ইহুদিবাদী ইসরায়েলের আন্তর্জাতিক সম্মেলনে ব্যাপক বয়কট
ইহুদিবাদী সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে বলেছে, 'শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা' বিষয়ক একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য ইসরায়েলি প্রচেষ্টা কলঙ্কজনক ব্যর্থতার মুখোমুখি হয়েছে। ইহুদিবাদী সংবাদমাধ্যম আরও জানিয়েছে যে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধের প্রতিবাদে বিশ্বের বেশিরভাগ দেশ এই সভায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তেল আবিবের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।
লাতিন আমেরিকার দেশগুলি ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে 'অপরাধমূলক' বলে অভিহিত করেছে।
চিলি, কলম্বিয়া এবং কিউবা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ এবং তার প্রেসিডেন্টকে অপহরণের প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে 'অপরাধমূলক' বলে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।
ইসলামী বিপ্লবের বিজয় এই অঞ্চলকে পশ্চিমা আধিপত্য থেকে মুক্ত করেছে: নাঈম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের বিজয় এই অঞ্চলের দৃশ্যপটকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে এবং এটিকে পশ্চিমা আধিপত্য থেকে মুক্ত করেছে। শেখ নাঈম কাসেম বলেন, ইরানের সাথে আমাদের সম্পর্ক একটি স্বাভাবিক সম্পর্ক কারণ আমরা উভয়ই এই অঞ্চলে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বাসী। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের বিজয় ঔপনিবেশিক ও সম্প্রসারণবাদী প্রকল্প এবং এই অঞ্চলে ইহুদিবাদী শাসনের ক্রমবর্ধমান ভূমিকা সীমিত করেছে।
ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেছে
রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার সুপ্রিম সাংবিধানিক আদালত এক রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করা উচিত। রয়টার্সের ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলার সুপ্রিম সাংবিধানিক আদালত জানিয়েছে, প্রশাসনিক ধারাবাহিকতা এবং জাতির ব্যাপক প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য রদ্রিগেজের এই পদে নিয়োগ গুরুত্বপূর্ণ।#
পার্সটুডে/জিএআর/৪