ইরানি জনগণ কখনো বিদেশি চাপের কাছে আত্মসমর্পণ করবে না: পাকিস্তানি অধ্যাপক
https://parstoday.ir/bn/news/world-i156056-ইরানি_জনগণ_কখনো_বিদেশি_চাপের_কাছে_আত্মসমর্পণ_করবে_না_পাকিস্তানি_অধ্যাপক
পার্সটুডে: ইরানের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ এবং অজুহাতের সমালোচনা করে একজন পাকিস্তানি অধ্যাপক জোর দিয়ে বলেছেন যে ইরানি জনগণ কখনই বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৬ ১৮:৫২ Asia/Dhaka
  • পাকিস্তানের ফরম্যান ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক ডঃ জোমোরুদ আওয়ান,
    পাকিস্তানের ফরম্যান ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক ডঃ জোমোরুদ আওয়ান,

পার্সটুডে: ইরানের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ এবং অজুহাতের সমালোচনা করে একজন পাকিস্তানি অধ্যাপক জোর দিয়ে বলেছেন যে ইরানি জনগণ কখনই বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না।

পাকিস্তানের ফরমান ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয়ের কৌশলগত বিষয়ের অধ্যাপক জোমোরুদ আওয়ান ইরানের অভ্যন্তরীণ বিষয় দখল এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করার জন্য অজুহাত খুঁজে বের করার পশ্চিমা প্রচেষ্টার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, "ইরানি জনগণ কখনও বিদেশি চাপের কাছে নতি স্বীকার করেনি এবং পশ্চিমাদেরও তাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত।" পার্সটুডে অনুসারে, আওয়ান মঙ্গলবার বলেছেন যে পশ্চিমাদের উচিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ এবং সরকারের ইচ্ছা এবং দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করা।

তিনি আরো বলেন, "আমরা ইরানের অর্থনৈতিক অবস্থা বুঝতে পারি কারণ এর মূলে রয়েছে একতরফা নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অংশীদার বিশেষ করে ইসরায়েলের নানামুখী অতিরিক্ত পদক্ষেপ। একদিকে, ওয়াশিংটন ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক কাঠামো এবং অভ্যন্তরীণ পরিস্থিতি দুর্বল করতে চায়, অন্যদিকে ইসরায়েল সর্বদা তার উৎখাতের ষড়যন্ত্র করার চেষ্টা করে আসছে।

লাহোরের ফরম্যান ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয়ের কৌশলগত অধ্যয়ন এবং সামাজিক বিজ্ঞানের অধ্যাপক জোর দিয়ে বলেন,  দেশের যেকোনো অভ্যন্তরীণ অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ প্রতিটি জাতি এবং নাগরিকের গণতান্ত্রিক অধিকার হিসাবে বিবেচিত হয়।  তবে কোনও সরকার বিদেশি এজেন্ট বা বিদেশি সরকারকে এই পরিস্থিতি হাইজ্যাক করার এবং উত্তেজনা ও সহিংসতা উস্কে দেওয়ার অনুমতি দিতে পারে না।

তিনি বলেন, জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ হাইজ্যাক করার বিষয়ে ইরানি সরকারের উদ্বেগ বোধগম্য এবং একই সাথে ভুয়া খবর এবং বিদেশি অস্থিতিশীল পরিকল্পনাও পরিস্থিতির আরো অবনতির দিকে পরিচালিত করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্বোধন করে জোমোরুদ আওয়ান বলেন, এটি ভেনেজুয়েলা নয় যে আপনি জনগণের উপর আপনার দাবি চাপিয়ে দিন। ইরানি জনগণ অভ্যন্তরীণভাবে তাদের সমস্যা সমাধান করতে চাইছে এবং বাইরে থেকে বিদেশী পরিকল্পনা এবং চাপ কখনই সহ্য করবে না।

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে তিনি আরো বলেন,  বিদেশি হস্তক্ষেপ কখনই কাজ করবে না, ঠিক যেমন পশ্চিমারা অতীতে এই ধরণের কৌশলে ব্যর্থ হয়েছে, তাই তাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত।

পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জোর দিয়ে বলেন, "আমেরিকা ও ইসরায়েলের সাথে রাজতন্ত্রবাদী নেতাদের যোগসাজশ স্পষ্ট। ইরানি জনগণ অত্যন্ত জাতীয়তাবাদী এবং তাদের স্বাধীনতা এবং জাতীয় সার্বভৌমত্বের সাথে কখনও আপস করবে না; তাই, তারা বিদেশ থেকে চাপিয়ে দেওয়া কাউকে কখনও গ্রহণ করবে না।"

পার্সটুডে/এমবিএ১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।