জাপান জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করছে
https://parstoday.ir/bn/news/world-i156300-জাপান_জাতীয়_গোয়েন্দা_সংস্থা_প্রতিষ্ঠা_করছে
পার্সটুডে-জাপানের প্রধানমন্ত্রী দেশের শান্তি ও স্বাধীনতা বজায় রাখার লক্ষ্যে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পের কথা ঘোষণা করেছেন।
(last modified 2026-01-21T11:44:45+00:00 )
জানুয়ারি ২১, ২০২৬ ১৭:৩৯ Asia/Dhaka
  •  জাপানের প্রধানমন্ত্রী
    জাপানের প্রধানমন্ত্রী

পার্সটুডে-জাপানের প্রধানমন্ত্রী দেশের শান্তি ও স্বাধীনতা বজায় রাখার লক্ষ্যে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পের কথা ঘোষণা করেছেন।

তাসনিম নিউজ এজেন্সি আরও জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানেয়ে তাকাইচি দেশের গোয়েন্দা কাঠামো শক্তিশালী করার জন্য সরকারের দৃঢ় সংকল্পের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন: একটি নতুন জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করা হবে।

তাকাইচি বর্তমান জটিল আন্তর্জাতিক পরিবেশে জাপানের শান্তি ও স্বাধীনতা বজায় রাখার জন্য এই পদক্ষেপকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলেও মনে করেছেন এবং এটিকে একটি বাস্তবসম্মত এবং দৃঢ় নিরাপত্তা নীতির অংশ বলে অভিহিত করেছেন।

জাপানের উপর মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের অনিশ্চিত ভাগ্য

অন্যদিকে, জাপানের উপর দিয়ে একটি জরুরি কোড পাঠানো এবং একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন বাড়িয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে জাপানের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় মার্কিন একটি এফ-৩৫ লাইটনিং যুদ্ধবিমান একটি জরুরি বার্তা পাঠিয়েছিল। তার কিছুক্ষণ পরই রাডার স্ক্রিন থেকে সেটি অদৃশ্য হয়ে যায়। এখন পর্যন্ত পাইলটের অবস্থা কিংবা ধ্বংসাবশেষের অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশিত হয় নি।

উড্ডয়নের সময় যুদ্ধবিমানটি জরুরি কোড ৭৭০০ প্রেরণ করেছিল, যার মানে হলো বিমানের পরিস্থিতি জরুরি এবং অবিলম্বে সাহায্য প্রয়োজন। ওই কোড বিমান চলাচল নিয়ন্ত্রণকারী এবং উদ্ধারকর্মীদের তাৎক্ষণিক কার্যক্রম এবং সাহায্য প্রয়োজন বলে ইঙ্গিত দেয়। এই বার্তা পাঠানোর পর, বিমানটি রাডার সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইট রাডার ওয়েবসাইটে পরিষেবার তথ্যের সাথে দুর্ঘটনার সম্ভাবনা সম্পর্কেও তথ্য রেকর্ড করা হয়েছিল।

ঘটনার বেশ কয়েক দিন পরেও জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোন প্রতিবেদন প্রকাশ করেনি, যার ফলে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।