ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিত করা জরুরি: জাতিসংঘের দূত ফ্রান্সেস্কা আলবানিজ
https://parstoday.ir/bn/news/world-i156580-ইসরায়েলের_সাথে_সম্পর্ক_স্থগিত_করা_জরুরি_জাতিসংঘের_দূত_ফ্রান্সেস্কা_আলবানিজ
পার্সটুডে-অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন যে ইহুদিবাদী ওই দেশটির সঙ্গে সম্পর্ক স্থগিত করে।
(last modified 2026-01-30T13:50:05+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৬ ১৫:৫৭ Asia/Dhaka
  •  মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত: ফ্রান্সেস্কা আলবানিজ
    মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত: ফ্রান্সেস্কা আলবানিজ

পার্সটুডে-অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন যে ইহুদিবাদী ওই দেশটির সঙ্গে সম্পর্ক স্থগিত করে।

সেইসাথে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ।

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড ইসরাইলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানজে অধিকৃত অঞ্চলে ইসরায়েলের অব্যাহত কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে তেল আবিব আন্তর্জাতিক আইন মেনে না চলা পর্যন্ত দেশগুলোকে এই দখলদার দেশটির সাথে তাদের সম্পর্ক স্থগিত করা উচিত।

পার্সটুডে আরও জানায়, আলবানিজ বলেছেন যে গাজা উপত্যকা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংস্থাগুলোর কার্যক্রম রোধ করার কোনও অধিকার ইসরায়েলের নেই। অধিকৃত জেরুজালেমে ইসরায়েল জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (UNRWA) এর সদর দপ্তর ধ্বংস করার পর এই বিবৃতি দেওয়া হয়। UNRWA এর একজন মুখপাত্র বলেছেন, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। ইসরাইল আন্তর্জাতিক সংস্থার অফিস এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ধ্বংস করে দিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল ধ্বংসপ্রাপ্ত ভবনের স্থানে বসতি স্থাপনকারীদের জন্য প্রায় ১,৪০০টি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনাও করেছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি পদক্ষেপ।

আলবানিজ জোর দিয়ে বলেন যে ইসরায়েলি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা এবং জাতিসংঘের মানবিক মিশন ধ্বংস করার প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। একইসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করাসহ তাদের সাথে অস্ত্র ব্যবসা নিষিদ্ধ করতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে।

এই প্রতিবেদন প্রমাণ করে ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি এখনও সংকটজনক। আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিস্তার রোধ এবং মানবিক মিশন বজায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ভিত্তিতে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন