মোগাদিশুতে জোড়া গাড়ি বোমা হামলা: নিহত ৯
(last modified Sun, 31 Jul 2016 12:53:50 GMT )
জুলাই ৩১, ২০১৬ ১৮:৫৩ Asia/Dhaka
  • মোগাদিশুতে জোড়া গাড়ি বোমা হামলা: নিহত ৯

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পুলিশের একটি স্থাপনায় আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীরা দু’টি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে চার হামলাকারীসহ অন্তত নয় ব্যক্তি নিহত হয়।

আজ (রোববার) বিস্ফোরণের পর আশ-শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর বন্দুকধারীরা সোমালিয়ার অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান দফতরে হামলা চালায়। ওই দফতরের প্রবেশপথে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণের পর সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত দুই বন্দুকধারী সেখানে ঢুকে পড়ে এবং হামলা চালায়। প্রথম বিস্ফোরণের পর প্রায় আধ ঘন্টা ধরে সেখানে তীব্র সংঘর্ষ চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

সোমলিয়ায় মার্কিন ড্রোন হামলা এবং আফ্রিকান শান্তিবাহিনীর উপস্থিতি সত্ত্বেও চলতি সপ্তাহে  মোগাদিশুতে এটি  বড় ধরনের  দ্বিতীয় সন্ত্রাসী হামলা।

আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সোমালিয়া যখন প্রস্তুতি নিচ্ছে তখন এসব হামলা চালানো হলো। গত এক দশক ধরে দেশটিতে আশ-শাবাব সন্ত্রাসী গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী মিশনের সহযোগিতায় সরকারি সেনারা মোগাদিশুসহ অন্যান্য বড় শহর থেকে তাকফিরি সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তবে আশ-শাবাব গোষ্ঠী এখনো রাজধানী মোগাদিশুতে বিচ্ছিন্নভাবে হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৩১

ট্যাগ