ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাশিয়া: ল্যাভরভ
(last modified Wed, 27 Jan 2016 13:36:05 GMT )
জানুয়ারি ২৭, ২০১৬ ১৯:৩৬ Asia/Dhaka
  • ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাশিয়া: ল্যাভরভ

২৭ জানুয়ারি (রেডিও তেহরান): লন্ডনে একজন সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তার রসহস্যজনক মৃত্যুর তদন্তকে ঘিরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ওই মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করা মস্কো-লন্ডন সম্পর্ককে ‘মারাত্মকভাবে জটিল’ করে তুলবে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচক আলেক্সান্ডার লিতভিনেঙ্কো বিষক্রিয়ার জের ধরে ২০০৬ সালে লন্ডনে মারা যান।

ওই মৃত্যুর ঘটনার একটি তদন্ত প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশিত হয় যেখানে লিতভিনেঙ্কোর মৃত্যুর জন্য দু’জন রুশ নাগরিককে দায়ী করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘সম্ভবত’ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ওই দুই রুশ নাগরিক সাবেক কেজিবি এজেন্টকে বিষ প্রয়োগ করে হত্যা করে।

রাশিয়া ওই তদন্ত প্রতিবেদনকে ‘রাজনৈতিক ঠাট্টা’ বলে প্রত্যাখ্যান করে।

এ সম্পর্কে ল্যাভরভ বলেন, কোনো ধরনের দলিল-প্রমাণ ছাড়াই রুশ নেতৃত্বের দরজায় গুরুতর অভিযোগ দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়া, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে ‘সম্ভবত’ শব্দটি প্রয়োগ করে আইনশাস্ত্রে নজীরবিহীন উদাহরণ সৃষ্টি করা হয়েছে।#

রেডিও তেহরান/এমআই/২৭

ট্যাগ