পরবর্তী ত্রিদেশীয় সম্মেলন তেহরানে; রাশিয়ার সমর্থন
(last modified Tue, 09 Aug 2016 12:37:32 GMT )
আগস্ট ০৯, ২০১৬ ১৮:৩৭ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

ইরান, রাশিয়া ও আজারবাইজানের পরবর্তী সম্মেলন তেহরানে অনুষ্ঠানের জন্য ইরানের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মস্কো। বাকুতে সাংবাদিকদের এ তথ্য জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পরবর্তী ত্রিদেশীয় সম্মেলন তেহরানে অনুষ্ঠানের জন্য ইরান যে প্রস্তাব দিয়েছে, মস্কো তা গ্রহণ করেছে।

ল্যাভরভ আরো বলেন, বাকু সম্মেলনে তিন দেশের প্রধান ত্রিদেশীয় সহায়তা বাড়ানোর বিভিন্ন পদ্ধতি বাতলে দিয়েছেন। এছাড়া, তিন পক্ষই কাস্পিয়ান সাগরের আইনি কাঠামো ও শর্তাবলী চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছে।  কাজাখস্তানে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর সম্মেলন আয়োজনের চেষ্টা আরো জোরদার করারও আহ্বান জানান ল্যাভরভ।

সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজান ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯

ট্যাগ