মিশরে ২০১৩ সালের হত্যাকাণ্ডের তদন্ত দাবি করল এইচআরডাব্লিউ
-
নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে মিশরের নিরাপত্তা বাহিনী (ফাইল ছবি)
মিশরে ২০১৩ সালের সরকার বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত মানুষ নিহত হওয়ার ব্যাপারে তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। সংস্থাটি আজ (সোমবার) মিশরের পার্লামেন্টের প্রতি এ আহ্বান জানায়।
এইচআরডাব্লিউ বলেছে, মিশরের পার্লামেন্টের এমন একটি আইন পাস করা উচিত যার ফলে ২০১৩ সালের ঘাতকদের বিচারের আওতায় আনার পাশাপাশি হতাহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া যায়।
মিশরে ২০১৩ সালের হত্যাকাণ্ডের বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডাব্লিউ বলেছে, যদিও ওই গণহত্যার ক্ষতিপূরণ কোনো পূর্ণাঙ্গ সমাধান নয় তারপরও আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের একটা প্রতিকার খুবই জরুরি।
তিন বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিশরের তৎকালীন নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। রাজপথে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। এসব মানুষকে ছত্রভঙ্গ করতে দিনের আলোয় গুলি চালিয়ে ৮০০ থেকে ১,০০০ মানুষকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫