আলেপ্পোর যুদ্ধবিরতিকে অপব্যবহার করবেন না: রাশিয়ার হুঁশিয়ারি
(last modified Mon, 15 Aug 2016 19:57:50 GMT )
আগস্ট ১৬, ২০১৬ ০১:৫৭ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, সিরিয়ার আলেপ্পো শহরের যুদ্ধবিরতিকে সন্ত্রাসীরা যেন অপব্যবহার না করে। তিনি আরো বলেছেন, যুদ্ধবিরতির সুযোগকে যদি সন্ত্রাসীরা শহরে তাদের চলাচলের জন্য ব্যবহার করবে না বলে আশ্বাস দেয়া হয় তাহলে তার দেশ আলেপ্পো শহরে যুদ্ধবিরতির পরিধি তিন ঘণ্টা থেকে বাড়াতে পারে।

ল্যাভরভ সোমবার বলেন, আগের যুদ্ধবিরতিতে সন্ত্রাসীরা অস্ত্র মজুদ জোরদার করেছিল এবং রাশিয়া এখন উদ্বিগ্ন এই ভেবে যে, সন্ত্রাসীরা যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে আলেপ্পোয় আরো নতুন সন্ত্রাসী পাঠাবে। তিনি আরো বলেন, আলেপ্পোয় যুদ্ধবিরতি বাড়াতে হলে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধের বিষয়টি মীমাংসিত হতে হবে।

মস্কো সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ারের সঙ্গে বৈঠকের পর ল্যাভরভ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। অবশ্য, তিনি এ কথাও স্বীকার করেন যে, আলেপ্পোয় প্রতিদিন তিন ঘণ্টা যুদ্ধবিরতি দেয়া মানবিক ত্রাণের জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, “এটি প্রধান ইস্যু নয় যে, আলেপ্পোর মানবিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে চায় না কেউ বরং আসল বিষয় হচ্ছে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে যেন সন্ত্রাসীরা আবার সংগঠিত হওয়ার সুযোগ না পায় এবং অস্ত্র ও গোলাবারুদের মজুদ গড়ে না তোলে।”  

গত কিছুদিন আগে সিরিয়ার আলেপ্পো শহরে দেশটির সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করেছে। এতে রাশিয়া সরাসরি বিমান সহযোগিতা দিচ্ছে; পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার বাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে চলেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬

 

ট্যাগ