ইরানি ঘাঁটি ব্যবহারের পক্ষ সমর্থন করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
(last modified Wed, 17 Aug 2016 20:11:43 GMT )
আগস্ট ১৮, ২০১৬ ০২:১১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমানঘাঁটি ব্যবহারের পক্ষে সমর্থন দিয়ে জোরালো বক্তব্য রেখেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বুধবার বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা হয় নি। নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে বলা হয়েছে, এ সংস্থার অনুমোদন ছাড়া ইরানের কাছে যুদ্ধবিমান সরবরাহ, বিক্রি কিংবা হস্তান্তর করা যাবে না।

ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ইরানের কাছে যুদ্ধবিমান বিক্রি, সরবরাহ কিংবা হস্তান্তর নিয়ে কথা বলছি না।” তিনি আরো বলেন, “সিরিয়ার সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য ইরানের অনুমতি নিয়েই দেশটির বিমানঘাঁটি ব্যবহার করেছে রুশ বিমান।”

সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে দামেস্ক সরকারকে সহযোগিতা করছে ইরান ও রাশিয়া। এর মধ্যে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান অভিযান শুরু করেছে। অন্যদিকে, সিরিয়া সংকটের শুরু থেকে বাশার আল-আসাদের সরকারকে সামরিক পরামর্শ দিয়ে আসছে ইরান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮

 

ট্যাগ