ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে ১২০ ব্যক্তি নিহত
(last modified Wed, 24 Aug 2016 13:48:18 GMT )
আগস্ট ২৪, ২০১৬ ১৯:৪৮ Asia/Dhaka
  • ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে ১২০ ব্যক্তি নিহত

ইতালির মধ্যাঞ্চলে আজ (বুধবার) এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আক্রান্ত এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি এখন পর্যন্ত অন্তত ১২০ জন নিহত ও ৩৬৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি ইতালির পেরুজিয়া প্রদেশের নরসিয়ার ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব অংশে  আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২।

রেইতি প্রদেশের মধ্যাঞ্চলীয় অ্যামত্রিস শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত মানুষের সংখ্যা বেশি। এখনো অনেক মানুষ ধ্বংস্তুপের নীচে আটকা পড়ে আছে। এছাড়া, রাজধানী রোমেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।

অ্যামত্রিসের মেয়র সার্জিও পিরোজি রাষ্ট্র নিয়ন্ত্রিত রাই রেডিওকে বলেন, শহরের কেন্দ্রস্থলে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, 'আমি আর কি বলব? এটা একটি ট্রাজেডি। তিনি আরো বলেন, দেখুন, এখানে অনেক বাড়িঘর ছিল। এখন আর নেই। আমরা কিছু সাহায্য পাব বলে আশা রাখছি।'#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৪

ট্যাগ