মার্কিন সেনাদের মুহূর্তে ভষ্মে পরিণত করতে পারি: উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i18598-মার্কিন_সেনাদের_মুহূর্তে_ভষ্মে_পরিণত_করতে_পারি_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, দেশটি আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদেরকে মুহূর্তের মধ্যে ভষ্মে পরিণত করে দিতে পারে। সোমবার জাতিসংঘের কাছে লেখা এক চিঠিতে এ হুমকি দিয়েছে পিয়ংইয়ং।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ০৬:৫৬ Asia/Dhaka
  • চলতি মাসেই সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া
    চলতি মাসেই সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, দেশটি আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদেরকে মুহূর্তের মধ্যে ভষ্মে পরিণত করে দিতে পারে। সোমবার জাতিসংঘের কাছে লেখা এক চিঠিতে এ হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘ বিবৃতি প্রকাশ করার পর পিয়ংইয়ং এ হুমকি দিল। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে থাকা আগ্রাসী সেনার পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদেরকে এক মুহূর্তে ছাইয়ে পরিণত করার বাস্তবসম্মত ক্ষমতা পিয়ংইয়ংয়ের রয়েছে।

গত শুক্রবার ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানায়। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে আমেরিকা এবং তার প্রতি সমর্থন জানায় চীন।

পিয়ংইয়ং জাতিসংঘের এ নিন্দাকে ‘আমেরিকার শত্রুতামুলক আচরণ’ হিসেবে উল্লেখ করে বলেছে, এর মাধ্যমে মার্কিন সরকার প্রকারান্তরে নিজের ধ্বংস ডেকে আনছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরো বলা হয়েছে, জাতিসংঘের নিন্দা প্রস্তাব কোরিয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে বেপরোয়া উসকানি যোগাবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০