গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করছে তুর্কি সামরিক বিমান
(last modified Tue, 16 Feb 2016 05:53:58 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ১১:৫৩ Asia/Dhaka
  • গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করছে তুর্কি সামরিক বিমান

১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কের সামরিক বিমানগুলো একাধিকবার গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করেছে। গ্রিসের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এজিয়ান দ্বীপপুঞ্জের আকাশে এ ঘটনা ঘটেছে।

খবরে আরো বলা হয়েছে, ছয়টি তুর্কি জঙ্গিবিমান এবং নৌবাহিনীর একটি পরিবহন বিমান অন্তত ২০ দফা এজিয়ান দ্বীপপুঞ্জের আকাশসীমা লঙ্ঘন করেছে।

এ ছাড়া, এ সব ঘটনা প্রতিহত করতে পাঠানো গ্রিস বিমানের সঙ্গে অন্তত দু’দফা মক ফাইট করেছে তুর্কি জঙ্গি বিমান। এ সময়ে তুর্কি বিমানগুলো সশস্ত্র ছিল বলে গ্রিস সরকারি সংবাদ সংস্থা এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে।

গ্রিস এবং তুরস্ক উভয়ই ন্যাটো সদস্য এবং এজিয়ান আকাশসীমা নিয়ে উভয় দেশের মধ্যে কয়েক শতক ধরে বিরোধ চলছে।#

রেডিও তেহরান/সমর/১৬

ট্যাগ