সিরিয়ায় তুর্কি অভিযান, এবার উদ্বেগ জানাল রাশিয়া
(last modified Wed, 31 Aug 2016 19:01:01 GMT )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ০১:০১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের বিরুদ্ধে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উদ্বেগ প্রকাশ করেছেন। এ অভিযানের বিরুদ্ধে শুরুতেই সিরিয়া সরকারও নিন্দা জানিয়েছে।

আজ (বুধবার) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোন সংলাপের সময় এ উদ্বেগ প্রকাশ করেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে খবরটি দিয়েছে। চাভুসওগ্লুর সঙ্গে ফোনালাপের সময় ল্যাভরভ সিরিয়ায় মানবিক ত্রাণ তৎপরতা ও দেশটির চলমান সমস্যার রাজনৈতিক সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী নিজেই ল্যাভরভকে ফোন করেন। চাভুসওগ্লু দাবি করেন, সিরিয়ার ভেতরে দায়েশ-বিরোধী তুর্কি অভিযানে অগ্রগতি হয়েছে।

এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ বলেছেন, সিরিয়ার ভেতরে তুরস্কের অভিযানের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে মস্কো। এ সময় তিনি জোর দিয়ে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর কোনো দেশেরই এমন সামরিক অভিযান চালানোর অধিকার নেই। কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে গোলাবর্ষণ বন্ধ করতে তিনি আংকারার প্রতি আহ্বান জানান।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১

 

ট্যাগ