'ট্রাম্পের নীতি মেক্সিকোর জন্য হুমকি,তাকে রুখতে হবে'
(last modified Thu, 01 Sep 2016 13:34:09 GMT )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৯:৩৪ Asia/Dhaka
  • মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো
    মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো

মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নীতি মেক্সিকান জাতির জন্য সম্ভাব্য বড় ধরণের হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো। সেই সঙ্গে তাকে রুখতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মেক্সিকোর রাজধানীতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কিছুক্ষণ পরই তিনি এ মন্তব্য করলেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এর আগে মেক্সিকো থেকে আমেরিকায় পাড়ি জমানো অভিবাসীদেরকে 'খুনি' এবং 'ধর্ষণকারী' হিসেবে আখ্যায়িত করেছিলেন। এর ফলে ওয়াশিংটন এবং মেক্সিকো সিটির মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে সম্পর্ক পুনঃনির্মাণে গতকাল (বুধবার) ট্রাম্প মেক্সিকো সিটি সফর করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের পরপরই প্রেসিডেন্ট পেনো নেইতোর নেতিবাচক বক্তব্য থেকে প্রতীয়মান হচ্ছে, ট্রাম্পের সেই বৈঠক সফল হয় নি। উল্টো মার্কিন রিয়েল এস্টেট ব্যবসায়ী ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে রুখতে হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট পেনা।

গতকাল শেষ বেলায় টেলিভিশনে দেয়া বক্তৃতায় পেনা বলেন, "ডোনাল্ড ট্রাম্পের নীতি-অবস্থান মেক্সিকোর জন্য একটি বিরাট হুমকি এবং এক্ষেত্রে আমি হাত গুটিয়ে রাখব আর কিছুই করব না তা হতে পারে না। এ ধরণের হুমকি রুখে দিতে হবে।"#

পার্সটুডে/বাবুল আখতার/১

 

ট্যাগ