সেপ্টেম্বর ০৯, ২০১৬ ১৭:১৮ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ জান্নাতি
    আয়াতুল্লাহ জান্নাতি

ইরানের বিশিষ্ট আলেম ও প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি গত বছরের হজের সময় মিনায় হাজার হাজার হজযাত্রী নিহত হওয়ার ব্যাপারে বিশ্বের বেশিরভাগ সরকার ও আন্তর্জাতিক সংস্থার নীরব এবং নিষ্ক্রিয় ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় বলেছেন, সৌদি সরকারের উদাসীনতায় মিনা ট্র্যাজেডিতে প্রায় ৮ হাজার হাজি নিহত হওয়া সত্ত্বেও এই বিশাল অপরাধের ব্যাপারে বিশ্ব-সমাজের নীরবতা বিস্ময়কর। 
আয়াতুল্লাহ জান্নাতি বলেছেন, আল্লাহর ঘর সবচেয়ে নিরাপদ রাখা জরুরি হওয়া সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে মিনায় হাজার হাজার নিরপরাধ হজযাত্রী প্রাণ হারিয়েছেন এবং এমনকি আহত হজযাত্রীদেরকেও সড়কগুলোতে ফেলে রাখা হয় যা সৌদি কর্তৃপক্ষের নির্লিপ্ততারই প্রমাণ।
তিনি ইসলাম থেকে বিচ্যুত ওয়াহাবিদের অব্যাহত সন্ত্রাসী ও অমানবিক তৎপরতার কথা তুলে ধরে বলেছেন, এই ফেরকাটি সব সময়ই মুসলমানদের স্বার্থ-বিরোধী পদক্ষেপ নিয়েছে এবং তারা মুসলিম বিশ্বের ক্ষতির জন্য সব ধরনের অপরাধে জড়িত হচ্ছে।#

পার্সটুডে/মু.আ.হুসাইন/৯
 

ট্যাগ