‘চীনকে ঠেকাতে পানির নিচের ড্রোন নামাবে আমেরিকা’
এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সরঞ্জামের আধুনিকায়ন করবে আমেরিকা। এ অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারের লক্ষ্যে এ সব পদক্ষেপ গ্রহণ করা হবে। এ জন্য নতুন ডুবোজাহাজ, পানির নিচের ড্রোনসহ আধুনিক বিমান মোতায়েন করবে আমেরিকা।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবেলা করার এবং মার্কিন নিরাপত্তা সংক্রান্ত ভিত্তি জোরদারে এ সব পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার।
তিনি বলেন, এশিয়ার এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে থাকতে চায় আমেরিকা। সান ডিয়াগোয় বিমানবাহী রণতরীতে দেয়া ভাষণে এ সব কথা বলেন তিনি।
মার্কিন সামরিক প্রযুক্তিগত উন্নতির ক্ষেত্রে সম্ভাব্য শত্রু এবং বন্ধুদের জন্য বেশ কিছু বিস্ময় অপেক্ষা করছে বলেও জানান তিনি। বোধগম্য কারণে এ নিয়ে বিস্তারিত কথা বলা সম্ভব নয় উল্লেখ করেন তিনি। তিনি দাবি করেন, নতুন সক্ষমতা এশিয়া প্রশান্তমহাসাগর এলাকায় নিরাপত্তা বজায় রাখার বিষয়ে দেয়া কয়েক দশকের মার্কিন প্রতিশ্রুতি কার্যকর করতে সহায়তা করবে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০