‘অনার কিলিং’: ঘাতকদের জন্য শাস্তি নিশ্চিত করল পাকিস্তান সংসদ
(last modified Fri, 07 Oct 2016 01:11:24 GMT )
অক্টোবর ০৭, ২০১৬ ০৭:১১ Asia/Dhaka
  • পাকিস্তানের জাতীয় সংসদ
    পাকিস্তানের জাতীয় সংসদ

পরিবারের কথিত সম্মান রক্ষার জন্য ‘অনার কিলিং’র শাস্তি হিসেবে ঘাতকদের কঠোর শাস্তির বিধান রেখে আইন পাস করেছে পাকিস্তানের সংসদ।

এর আগে নিহতের অভিভাবকরা ক্ষমা করে দিলে ঘাতক ব্যক্তি বেকসুর খালাস পেয়ে গেলেও নতুন আইনে বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে ক্ষমা ঘাতককে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করলেও তাকে বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার পাস হওয়া বিলটি সম্পর্কে পাকিস্তান সংসদের ওয়েবসাইটে বলা হয়েছে, অনার কিলিং’র নামে দেশে প্রতি বছর শত শত মানুষ নিহত হয়। একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে এ আইন করা হয়েছে।

এ ধরনের হত্যাকাণ্ডে পরিবারের কথিত সম্মান রক্ষার্থে সাধারণত একজন নারীকে তার পরিবারেরই কোনো পুরুষ সদস্য হত্যা করে। পরবর্তীতে পরিবারের অন্য কোনো সদস্য ঘাতক ব্যক্তিকে ক্ষমা করে দিলে পাকিস্তানের আগের আইন অনুযায়ী সে বেকসুর খালাস পেয়ে যেত।

আইনের হাত থেকে পালানোর এই পথটি বন্ধ করার জন্য পাকিস্তানের মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭

 

ট্যাগ