সিরিয়ায় মার্কিন হামলা হলে রাশিয়া তার সম্পদ রক্ষা করবে: ল্যাভরভ
(last modified Sun, 09 Oct 2016 21:49:07 GMT )
অক্টোবর ১০, ২০১৬ ০৩:৪৯ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

সিরিয়ায় সরকারি সামরিক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনী বোমা হামলা করলে সেখানে মোতায়েন নিজের সম্পদকে রক্ষা করবে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যাতে দামেস্ক হামলা চালাতে না পারে সেজন্য ওয়াশিংটনের কিছু নীতিনির্ধারক সিরিয়ার সামরিক বিমানঘাঁটিগুলোতে হামলা চালানোর কথা বলে আসছেন। তিনি একে খুবই বিপজ্জনক খেলা বলে মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, সিরিয়ার বৈধ সরকারের অনুরোধে রাশিয়া দেশটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। সেখানে রুশ বাহিনীর দুটি ঘাঁটি রয়েছে সে কারণে রুশ সম্পদ রক্ষার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

ল্যাভরভ বলেন, তিনি আশা করেন- বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলার মতো সিদ্ধান্ত নেবেন না। এর পাশাপাশি ল্যাভরভ সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের বিষয়ে মার্কিন সদিচ্ছা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, “মার্কিন বোমারু বিমানগুলো তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটি এবং অন্য দুটি ঘাঁটি থেকে ওড়ে কিন্তু বোমাভর্তি অবস্থায়ই আবার ঘাঁটিতে ফিরে আসে। বিমান ওড়ার মাত্রা অনেক বেশি কিন্তু সন্ত্রাসীদের ক্ষয়ক্ষতির মাত্রা খুবই কম। অনেকে মনে করেন, বিমান ওড়ার তুলনায় ক্ষতির পরিমাণ শতকরা ১৫ থেকে ২০ ভাগ।”   

লাভরভ বলেন, মস্কো মনে করে না যে, ওয়াশিংটন আন্তরিকভাবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা বা আশ-শামের বিরুদ্ধে লড়াই করছে বরং এ গোষ্ঠীকে সিরিয়ার সরকার উৎখাতের ভবিষ্যত শক্তিশালী উপকরণ হিসেবে রেখে দিতে চায়। এছাড়া পূর্ব আলেপ্পোয় বিমান হামলা বন্ধ করতে রাশিয়া ও সিরিয়ার প্রতি মার্কিন আহ্বানের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকার এ আহ্বান খুবই সন্দেহজনক কারণ আমেরিকা আন-নুসরাকে রেখে দিতে চায় এবং পূর্ব আলেপ্পোয় এ গোষ্ঠীর শক্ত ঘাঁটি রয়েছে বলে সেখানে হামলা করতে দিতে চায় না। ল্যাভরভ বলেন, এ ধরনের সন্দেহ থেকে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়টি জিজ্ঞেস করেছেন কিন্তু কেরি তা অসত্য বলে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০

 

ট্যাগ