সন্ত্রাসীরা মসুল থেকে সিরিয়ায় গেলে ব্যবস্থা নেয়া হবে: রাশিয়া
(last modified Tue, 18 Oct 2016 13:43:41 GMT )
অক্টোবর ১৮, ২০১৬ ১৯:৪৩ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহরে সামরিক অভিযানের ফলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে সিরিয়ায় পুনঃমোতায়েন করা হতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি সিরিয়ায় এসব সন্ত্রাসীকে পুনর্বাসন করা হয় তবে মস্কো ‘রাজনৈতিক ও সামরিক’ সিদ্ধান্ত নেবে।

ল্যাভরভ বলেন, “আমি যতদূর জানি মসুল শহরকে পুরোপুরি ঘেরাও করা হয় নি। আমি আশা করি তারা এটি করতে পারেন নি বলে এমনটি হয়েছে; তারা করতে পারতেন না তা নয়। কিন্তু এ করিডর এই হুমকি তৈরি করেছে যে, দায়েশ সন্ত্রাসীরা এ করিডর দিয়ে মসুল থেকে নিরাপদে সিরিয়ায় পালিয়ে যেতে পারে। যদি এমনটি ঘটে তবে আমরা পরিস্থিতি পর্যালোচনা করে রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত নেব। আমি আশা করি মার্কিন নেতৃত্বাধীন জোট বিষয়টি বিবেচনায় নেবে।”

দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে মসুল শহর পুনরুদ্ধারের জন্য গতকাল (সোমবার) থেকে ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি শিয়া, সুন্নি ও কুর্দি পেশমার্গা স্বেচ্ছাসেবী বাহিনী অভিযান শুরু করেছে। রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থা একটি অজ্ঞাত কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে, মসুল থেকে সিরিয়ায় যাওয়ার জন্য নিরাপদ রুট করে দেয়া হবে- এমন শর্তে আমেরিকা ও সৌদি আরব মসুলে দায়েশ-বিরোধী অভিযান চালাতে দিতে রাজি হয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮   

 

ট্যাগ