অক্টোবর ২০, ২০১৬ ০৭:০৮ Asia/Dhaka
  • ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার সফররত মন্ত্রীদের নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন কেরি
    ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার সফররত মন্ত্রীদের নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন কেরি

দক্ষিণ কোরিয়ায় বহু বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। উত্তর কোরিয়ার ‘একের পর এক পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা’র পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে।

বুধবার ওয়াশিংটনে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্র সফররত দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিং-গু এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ান বিউং-সি’র সঙ্গে বৈঠকের পর মার্কিন মন্ত্রীরা যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে কেরি বলেন, “অচিরেই থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হবে।” পিয়ংইয়ং’র আচরণ ও নীতি অতীতের যেকোনো সময়ের চেয়ে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে তিনি দাবি করেন।

কেরি অভিযোগ করেন, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদাপন্ন করার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করেছে। এ কারণে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন জরুরি হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, যেসব দেশ এ কাজে উত্তর কোরিয়াকে সহযোগিতা করছে সেসব দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

গত জুলাইয়ে কোরিয় উপদ্বীপে ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি করে ওয়াশিংটন ও সিউল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কথিত হুমকি মোকাবেলার জন্য এ ব্যবস্থা মোতায়েন করা হবে বলে চুক্তির পর যৌথ বিবৃতিতে দাবি করা হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০

ট্যাগ