৫ বছর ধরে অস্ত্র রপ্তানিতে আমেরিকা-রাশিয়া শীর্ষে
(last modified Mon, 22 Feb 2016 05:42:19 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০১৬ ১১:৪২ Asia/Dhaka
  • ৫ বছর ধরে অস্ত্র রপ্তানিতে আমেরিকা-রাশিয়া শীর্ষে

২২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ২০‌১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে আমেরিকা ও রাশিয়া। সুইডেনের ‘দ্যা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট আজ (সোমবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে আমেরিকা সারা বিশ্বের এক-তৃতীয়াংশ অস্ত্র রপ্তানি করেছে।

২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্তও আমেরিকা অস্ত্র রপ্তানিতে শীর্ষে ছিল। স্টকহোমের গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে মার্কিন গুরুত্বপূর্ণ অস্ত্র রপ্তানি বেড়েছে শতকরা ২৭ ভাগ।

অস্ত্র রপ্তানি খাতে রাশিয়া দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। দেশটি সারা বিশ্বে মোট অস্ত্র চাহিদার এক-চতুর্থাংশ সরবরাহ করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে রাশিয়ার প্রধান অস্ত্র গ্রাহক দেশ ছিল ভারত, চীন ও ভিয়েতনাম।

আমেরিকা ও রাশিয়ার পর অন্য তিনটি গুরুত্বপূর্ণ অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে- চীন, ফ্রান্স ও জার্মানি। আগের পাঁচ বছরের তুলনায় ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চীনের অস্ত্র রপ্তানি বেড়েছে শতকরা ৮৮ ভাগ। তবে গত পাঁচ বছরে ফ্রান্সের অস্ত্র রপ্তানি কমেছে শতকরা ৯.৮ ভাগ। একইসময়ে শতকরা প্রায় ৫০ ভাগ অস্ত্র রপ্তানি কমেছে জার্মানির।#

রেডিও তেহরান/এসআই/২২

ট্যাগ