ভারী অস্ত্র নিয়ে মসুল থেকে পালাচ্ছে দায়েশ; ঠেকাতে চায় রাশিয়া
(last modified Fri, 28 Oct 2016 21:35:25 GMT )
অক্টোবর ২৯, ২০১৬ ০৩:৩৫ Asia/Dhaka
  • ল্যাভরভ (ডানে) ও মুয়াল্লেম
    ল্যাভরভ (ডানে) ও মুয়াল্লেম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সামরিক অভিযানের মুখে ইরাকের মসুল শহর থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ার দিকে পালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ভারী অস্ত্রসহ সন্ত্রাসীদের সিরিয়ায় প্রবেশ ঠেকাতে ইরাক সরকারের সঙ্গে মস্কো কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে শুক্রবার মস্কোয় এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ল্যাভরভ। তিনি বলেন, “আমরা মনে করি সন্ত্রাসীদেরকে সিরিয়ায় প্রবেশের সুযোগ দেয়া ঠিক হবে না। বিষয়টি নিয়ে আমরা আমেরিকা ও মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করব। মসুল থেকে সিরিয়ায় গিয়ে নতুন করে সন্ত্রাসীদের তৎপরতা চালানোর সুযোগ কোনোমতেই আমরা দিতে পারি না।”

জারিফ ও ল্যাভরভ

ল্যাভরভ আরো বলেন, মসুল অভিযানে অংশ নিচ্ছে মার্কিন জোটের সেনারা অথচ এই জোট কখনো দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করে নি। সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার করে বলেন, ইরান ও রাশিয়া সিরিয়া সরকারকে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে। তিনি জাতিসংঘকে উদ্দেশ করে বলেন, বিশ্ব সংস্থার উচিত নিরপেক্ষভাবে কাজ করা; কারো উসকানিতে না পড়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতোই কাজ করা উচিত।  

সংবাদ সম্মেলনের আগে তিন মন্ত্রী ইরাক ও সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী কৌশল ঠিক করার জন্য আলোচনায় বসেন। সংবাদ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কথিত মার্কিন জোট দায়েশকে রক্ষার পরিকল্পনা নিয়েছে এবং মসুল থেকে সন্ত্রাসীদেরকে সিরিয়ায় রাকায় যাওয়ার সুযোগ দিতে চায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯

ট্যাগ