পাল্টা পদক্ষেপ: আমেরিকাকে অনুমতি দেবে না রাশিয়া
-
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
মার্কিন কূটনীতিকদেরকে রাশিয়ার পরবর্তী নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হবে না বলে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে মস্কো। রুশ কূটনীতিকদেরকে আমেরিকার চলমান প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণের অনুমতি না দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে মস্কো।
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মঙ্গলবার বলেছেন, তার মন্ত্রণালয় এক কূটনৈতিক নোটে ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, মার্কিন কূটনীতিকরা রাশিয়ার পরবর্তী নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না।
এর আগে গতমাসে রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চাইলেও ওয়াশিংটন মস্কোকে সে অনুমতি দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এ ধরনের আবেদন জানানোয় মস্কোর তীব্র সমালোচনা করে। এমনকি মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই হুমকি দেয়, রুশ কূটনীতিকরা ভোট গ্রহণ কেন্দ্রের কাছে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের রুশ প্রচেষ্টাকে আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ হিসেবে দেখছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত জুলাই মাসে বলেছিলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের প্রচেষ্টার ব্যাপারে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে কেরি বলেন, “আমরা রাশিয়ার সামনে স্পষ্ট করে তুলে ধরেছি এ কাজের পরিণতি কি হতে পারে।”
রাশিয়া অবশ্য বরাবরই মার্কিন নির্বাচনি প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯