হিলারিকে 'আঘাত' করা হবে না: ঘোষণা দিলেন ট্রাম্প
(last modified Mon, 14 Nov 2016 07:29:20 GMT )
নভেম্বর ১৪, ২০১৬ ১৩:২৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন
    ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হিলারি ক্লিনটনকে 'আঘাত' করতে চান না। নির্বাচনে বিজয়ী হলে ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বীর বিচার করবেন বলে এর আগে ঘোষণা দিয়েছিলেন তিনি।

টিভি চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে হিলারিকে 'আঘাত' করা হবে না বলে জানান তিনি। অবশ্য এ সময়ে হিলারিকে নিয়ে নির্বাচনি প্রতিশ্রুতি সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ট্রাম্প।

মার্কিন সাবেক ফার্স্টলেডি প্রসঙ্গে তিনি বলেন, 'হিলারি কিছু খারাপ কাজ করেছেন। সত্যিই তিনি খারাপ কাজ করেছেন।' কিন্তু হিলারির বিচার করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি অস্পষ্ট মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আমি তাদের আঘাত করতে চাই না।' এমনকি তিনি হিলারিকে ভালো মানুষ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, তারা ভালো মানুষ। অবশ্য হিলারির বিষয়ে স্পষ্ট জবাব পরে দেবেন বলেও সিবিএসকে জানান ট্রাম্প।

নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের একদিন পরেই দেয়া ভাষণে ট্রাম্প সংহতির সুরে কথা বলেছেন। তিনি হিলারি প্রসঙ্গে বলেছিলেন, আমেরিকার প্রতি সেবার জন্য সব মার্কিনির উচিত হিলারির কাছে ঋণী থাকা।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৪

 

ট্যাগ