‘সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা ভন্ডুলের চেষ্টা করছে জাতিসংঘ’
-
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে পাস হওয়া একটি প্রস্তাব বানচাল করে দেয়ার চেষ্টা করছেন বলে রাশিয়া অভিযোগ করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ছয় মাসের বেশি সময় ধরে মিস্তুরা প্রস্তাবটি ভন্ডুলের চেষ্টা করে যাচ্ছেন।
ওই প্রস্তাবে কোনো পূর্বশর্ত ছাড়াই বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সিরিয়া সরকারের আলোচনায় বসার কথা বলা হয়েছিল।
বেলারুশের রাজধানী মিনস্কে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরো বলেন, সিরিয়ার দেশপ্রেমিক বিরোধী দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসে একটি ব্যাপকভিত্তিক সংলাপের ক্ষত্রে তৈরি করতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবে গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে ছয় মাসের মধ্যে একটি ‘গ্রহণযোগ্য, অন্তর্ভূক্তিমূলক ও অসাম্প্রদায়িক’ সরকার গঠনের কথা বলা হয়েছে। সেইসঙ্গে ১৮ মাসের মধ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার কথা বলা হয়েছে।
কিন্তু ছয় মাসের বেশি সময় পার হয়ে গেলেও এই প্রস্তাবটি বাস্তবায়ন হয়নি। গত এপ্রিলে সৌদি-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো শান্তি আলোচনা বর্জন করলে সিরিয়ার বিষয়ক সর্বশেষ আলোচনা ভেঙে যায়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩