ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র মহড়ার সমালোচনা করল রাশিয়া
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র মহড়া চালানোর এক তরফা সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। রাশিয়া বলেছে, সামরিক মহড়া চালানোর কিয়েভের সিদ্ধান্ত রাশিয়ার বিমানপথের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে। আগামী মাসের ১ এবং ২ তারিখে এ মহড়া চালানোর কথা রয়েছে।
মস্কোয় নিযুক্ত ইউক্রেনের সামরিক অ্যাটাচির কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তলব করে আসন্ন মহড়ার বিরুদ্ধে এ প্রতিবাদ জানানো হয়।
এ দিকে, রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সব চুক্তি লঙ্ঘন করে কিয়েভ মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মহড়ার বিষয়ে মস্কোর সঙ্গে কোনো সমন্বয় করা হয় নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়েছে, বেসামরিক এবং রাষ্ট্রীয় বিমান চলাচলের পথে এ মহড়া চালানো হবে। ইউক্রেন এক তরফা ভাবে মহড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, এতে কৃষ্ণ সাগরের ওপর দিয়ে বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইউক্রেনের অনীহা প্রকাশ পেয়েছে ।
রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র বলেছেন, ক্রিমিয়ার আকাশে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে মস্কো। মহড়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত রাখা হবে বলেও জানান তিনি।
২০১৪ সালের মার্চে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই মস্কো-কিয়েভ সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। মহড়া চালানোর ইউক্রেনের সিদ্ধান্তের ফলে সে টানাপড়েন আরো গভীর হবে।
পার্সটুডে/মূসা রেজা/২৬