‘নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া’
(last modified Mon, 05 Dec 2016 13:03:58 GMT )
ডিসেম্বর ০৫, ২০১৬ ১৯:০৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন (ফাইল ফটো)

সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধবিরতির প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিশর, নিউজিল্যান্ড ও স্পেন যে প্রস্তাব তুলেছে তার সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রুশ-মার্কিন প্রচেষ্টা বানচাল করার জন্য এ প্রস্তাব আনা হয়েছে। এ প্রস্তাবে রাশিয়ার ভেটো দেয়ার বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন।

ল্যাভরভ বলেছেন, এর আগের যুদ্ধবিরতির অভিজ্ঞতার আলোকে এতে কোনো সন্দেহ নেই যে, ১০ দিনের যুদ্ধবিরতির জন্য যারা এই প্রস্তাব তুলেছেন তারা সন্ত্রাসীদেরকে পুনর্গঠিত হওয়া ও নতুন করে অস্ত্র সংগ্রহ করার সুযোগ দিতে চাইছেন। পাশাপাশি এসব দেশ পূর্ব আলেপ্পো মুক্ত করার লড়াইকে স্লথ করে দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বাশার আল-আসাদ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়ে নতুন করে অঙ্গীকারও ব্যক্ত করেছেন। তিনি আজ (সোমবার) আরো বলেছেন, আলেপ্পো শহর থেকে সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে শিগগিরি মস্কোর বৈঠক হবে।

ল্যাভরভ বলেন, “আলেপ্পো  থেকে সন্ত্রাসীদের প্রত্যাহারের পথ ও সময় নিয়ে সুস্পষ্ট আলোচনা হবে। বিষয়টিতে সমঝোতা হলে যুদ্ধবিরতি কার্যকর করা হবে।” তিনি জানান, মস্কো এবং ওয়াশিংটন মঙ্গলবার সন্ধ্যা অথবা বুধবার সকালে আলোচনা শুরু করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রস্তাবে এ আলোচনা হতে যাচ্ছে বলে তিনি জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব গোষ্ঠী আলেপ্পো ছাড়তে রাজি হবে না তাদেরকে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫

ট্যাগ