দ. চীন সাগরে ভিয়েতনামের তৎপরতা: আবারো সার্বভৌমত্বের দাবিতে বেইজিং
(last modified Sat, 10 Dec 2016 11:54:47 GMT )
ডিসেম্বর ১০, ২০১৬ ১৭:৫৪ Asia/Dhaka
  • দ. চীন সাগরে ভিয়েতনামের তৎপরতা: আবারো সার্বভৌমত্বের দাবিতে বেইজিং

দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জগুলোর ওপর আবারো সার্বভৌমত্ব দাবি করেছে বেইজিং। ভিয়েতনাম এ অঞ্চলে ড্রেজিং তৎপরতা শুরু করার প্রেক্ষাপটে এ দাবি জানাল চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, স্পার্টলি দ্বীপপুঞ্জের ওপর বেইজিংএর অকাট্য দাবি রয়েছে। এ ছাড়া, অন্যান্য দেশগুলোকে এ এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এ রকম অবৈধ দখলদারিত্ব বা নির্মাণ তৎপরতা থেকে সবার বিরত থাকা উচিত।

গত মাসে মার্কিন ভিত্তিক উপগ্রহ সংস্থা প্ল্যানেট ফার্মের  প্রকাশিত ছবিতে দেখা গেছে, ল্যাড রিফের কাছে একটি নতুন খোড়া খালে ভিয়েতনামের জাহাজ রয়েছে।  স্পার্টলি দ্বীপপুঞ্জের দক্ষিণপশ্চিমাঞ্চলের এ খালের মাধ্যমে খাড়ি এবং খোলা সাগরের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে

বিশ্লেষকরা বলছেন, হ্যানয়ে এ অঞ্চলে ভারি নির্মাণ তৎপরতা চালানোর উদ্যোগ নিয়েছে। অঞ্চলটিতে একটি বাতিঘর এবং ভিয়েতনামী সেনাদের আবাসিক স্থাপনা রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১০

 

ট্যাগ