আলেপ্পোর জঙ্গিদের নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতা হয়নি: রাশিয়া
-
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
রাশিয়া এ খবরের সত্যতা অস্বীকার করেছে যে, সিরিয়ার আলেপ্পো শহর থেকে সন্ত্রাসীদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে ওয়াশিংটনের সঙ্গে মস্কো একটি সমঝোতায় পৌঁছেছে।
গতকাল (রোববার) আলেপ্পোর জঙ্গিরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিল, তাদেরকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদে আলেপ্পো থেকে বেরিয়ে যাওয়ার নিশ্চয়তা দিতে রাশিয়া ও আমেরিকা একটি সমঝোতায় পৌঁছেছে।
এ খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মস্কো এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায়। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, জঙ্গিদের এ দাবি সম্পূর্ণ বানোয়াট ও কল্পনাপ্রসূত। রাশিয়া জঙ্গিদের নিয়ে নয় বরং আলেপ্পোর বেসামরিক নাগরিকদের নিরাপদে বের করে আনার বিষয়টি নিয়ে ভাবছে বলে তিনি জানান।
রিয়াবকভ মস্কোয় বলেন, জঙ্গিদের সরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে আলাদা ইস্যু। এটি নিয়ে এখনো আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা হয়নি; কারণ, তারা এ বিষয়ে অগ্রহণযোগ্য কিছু শর্ত আরোপ করতে চায়। আমেরিকার সঙ্গে এ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা জেনেভায় অনুষ্ঠিত হবে বলে জানান রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী।
গত চার বছরেরও বেশি সময় ধরে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর পূর্ব অংশ দখল করে রেখেছিল। গত জুলাই মাস থেকে পূর্ব আলেপ্পো পুনর্দখলের লক্ষ্যে রুশ বিমান সহায়তায় সাঁড়াশি আক্রমণ শুরু করে সিরিয়ার সেনাবাহিনী। সে অভিযানে গত দু’সপ্তাহে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয় এবং পূর্ব আলেপ্পোর দুই তৃতীয়াংশের বেশি এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে।
এ অবস্থায় সেখানে কোণঠাসা হয়ে পড়া জঙ্গি এবং তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমেরিকা এসব জঙ্গিকে নিরাপদে পূর্ব আলেপ্পো থেকে বের করে আনতে চায় যাতে এখনো রাশিয়া ও সিরিয়া সাড়া দেয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২