গুরুত্বপূর্ণ মহাসড়ক ফের সিরিয় সেনাদের নিয়ন্ত্রণে, কয়েক ডজন সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/event-i144472
সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহর ও তার পাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটি সামরিক বাহিনী। এর পাশাপাশি সরকারি সেনাদের অভিযানে বহু উগ্র তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৪ ১১:৫৬ Asia/Dhaka
  • সিরিয়ার সরকারি সেনাদের একটি সাঁজোয়া যান
    সিরিয়ার সরকারি সেনাদের একটি সাঁজোয়া যান

সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহর ও তার পাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটি সামরিক বাহিনী। এর পাশাপাশি সরকারি সেনাদের অভিযানে বহু উগ্র তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। 

গতকাল (সোমবার) সিরিয়ার সেনারা এই গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। মহাসড়কটি প্রদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ শহর ও গ্রামকে সংযুক্ত করেছে। এর পাশাপাশি সিরিয়ার সেনারা কয়েকটি ছোট ছোট শহর সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। গত বুধবার থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এসব শহর প্রাথমিকভাবে দখল করে নিয়েছিল। 

গতকাল সেনাবাহিনীর অভিযানে প্রায় ৮০ জন উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে যার মধ্যে তুর্কি সমর্থিত হায়াতে তাহরির আশ-শামের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা রয়েছে। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরো ৩২০ জন সন্ত্রাসীর নিহত হওয়ার কথা ঘোষণা করেছিল। এসব অভিযানে সিরিয়া এবং রাশিয়ার সেনারা অংশ নেয়। 

গতকাল সিরিয়ার সেনারা হামা, আলেপ্পো ও ইদলিব প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে অভিযান চালিয়েছে। এসব অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীর অন্তত ১২টি গোলাবারুদের ডিপোও ধ্বংস হয়। 

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কয়েক ঘন্টার মধ্যে হামা প্রদেশে ১৫ হাজার স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।