তেহরানে সশস্ত্র হামলায় জড়িত সন্ত্রাসী সেলটি ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় একটি সন্ত্রাসী দলকে সফলভাবে ধ্বংস করেছে যারা সাম্প্রতিক দাঙ্গার সময় রক্তক্ষয়ী নাশকতা চালানোর জন্য পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে অনুপ্রবেশ করেছিল এবং তেহরানে একটি অপরাধমূলক সশস্ত্র হামলা চালিয়েছিল।
মন্ত্রণালয় জানিয়েছে,এই সন্ত্রাসী দলের সদস্যরা ৮ জানুয়ারি সন্ধ্যায় তেহরানের একটি পুলিশ স্টেশনে সামরিক অস্ত্র ব্যবহার করে ৮৫০ রাউন্ডেরও বেশি গুলি চালায় যাতে তারা স্টেশনটির দখল করে সেখানকার সব অস্ত্র লুট করতে পারে। এই হামলার ফলে পুলিশ বাহিনীর বেশ কয়েকজন সদস্য,বাসিজ এবং বেসামরিক নাগরিক শহীদ হন। গ্রেপ্তার অভিযানের সময় সন্ত্রাসীরা অপারেশনাল বাহিনীর উপর গুলি চালায়। পরবর্তী গুলি বিনিময়ে একজন সশস্ত্র সন্ত্রাসীকে নিরপেক্ষ করা হয় এবং আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
একটি পৃথক ঘোষণায় গোয়েন্দা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তেহরানে ব্যাপক অস্থিরতা এবং নিরীহ মানুষের প্রাণহানির জন্য দায়ী প্রধান সংগঠিত সেলগুলোর মধ্যে একটিকে ধ্বংস করে দেয়া হয়েছে। এই সংগঠিত নেটওয়ার্কের বেশ কয়েকজন সদস্য এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার সাথে জড়িতদের আটক করা হয়েছে।
শুক্রবার, ইরানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে তারা তেহরানের উদ্দেশ্যে সরবরাহ করার লক্ষ্যে ৬০,০০০ অস্ত্র জব্দ করেছে এবং মোসাদ-প্রশিক্ষিত একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধ্বংস করেছে যারা সাম্প্রতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে মারাত্মক হামলা চালায়। ইরানের আইন প্রয়োগকারী কমান্ড (ফারাজাহ) জানিয়েছে যে বুশেহরে দাঙ্গাকারীদের কাছ থেকে ষাট হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা আরো বলেছে যে অভিযানে দুই সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।