হামা ও আলেপ্পোয় অভিযান
সিরিয়ার সেনাবাহিনীর হামলায় শত শত তাকফিরি সন্ত্রাসী নিহত
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান এগিয়ে চলেছে এবং শত শত উগ্রবাদী নিহত হয়েছে। আজ (সোমবার) প্রকাশিত প্রতিবেদনে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বলেছে, আলেপ্পো, ইদলিব এবং হামা শহরের আশপাশে প্রায় ৩২০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
গত সপ্তাহে যখন সন্ত্রাসীরা আরব দেশটির উত্তরাঞ্চলে নতুন করে দখলদারিত্বের চেষ্টা শুরু করে তখন থেকে সিরিয়া ও রুশ বাহিনী যৌথভাবে পাল্টা অভিযান চালাচ্ছে। এতে গত কয়েকদিনে নিহত তাকফিরি সন্ত্রাসীর সংখ্যা প্রায় ১৩০০-তে পৌঁছেছে।
অভিযানের বিস্তারিত বিবরণ দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, সিরিয়া এবং রাশিয়ার বিমান বাহিনী আলেপ্পো প্রদেশের আল-হামাদানিয়া স্পোর্টস কমপ্লেক্সের আশপাশে সন্ত্রাসবাদী এবং তাদের দলনেতাদের সমাবেশে হামলা চালিয়েছে। এসব জায়গায় যাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল তাদের মধ্যে বিপুল সংখ্যক লোক নিহত ও আহত হয়েছে।
সরকারি সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, একই ধরনের যৌথ বিমান হামলায় আলেপ্পোর পূর্বে আল-সাফিরা শহরের কাছে আরো ডজনখানেক সন্ত্রাসী নিহত ও আহত হয়েছে।
সিরিয়ার আল-সাওরা সংবাদপত্র জানিয়েছে, তাকফিরিদের একটি দল হামা শহরতলির জুগবা গ্রামে আক্রমণ করেছিল। তবে গ্রামবাসী আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সবাইকে হত্যা করেছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২