২ থেকে ৩ দিনের মধ্যে পূর্ব আলেপ্পো জঙ্গিমুক্ত হবে: রাশিয়া
(last modified Thu, 15 Dec 2016 02:36:12 GMT )
ডিসেম্বর ১৫, ২০১৬ ০৮:৩৬ Asia/Dhaka
  • ২ থেকে ৩ দিনের মধ্যে পূর্ব আলেপ্পো জঙ্গিমুক্ত হবে: রাশিয়া

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরী আগামী ২/৩ দিনের মধ্যে জঙ্গিমুক্ত হবে বলে ঘোষণা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘোষণা দিয়ে বলেছেন, যেসব জঙ্গি অস্ত্র সমর্পন করবে তাদেরকে পূর্ণ নিরাপত্তার সঙ্গে মানবিক করিডর দিয়ে শহর ত্যাগের অনুমতি দেয়া হবে।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলেপ্পো সমস্যার সমাধান হয়ে যাবে বলে মস্কো আশা করছে। রাশিয়া পূর্ব আলেপ্পোয় বেশ কিছু মানবিক করিডর প্রতিষ্ঠা করেছে যেগুলো দিয়ে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক নাগরিক শহর ত্যাগ করেছে। একইসঙ্গে রাজনৈতিক আলোচনাই সিরিয়া সংকট সমাধানের একমাত্র উপায় বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দানকারী কিছু পশ্চিমা দেশের নানা অজুহাত তোলার প্রতি ইঙ্গিত করে ল্যাভরভ বলেন, ইরাক, লিবিয়া বা ইয়েমেনে কেউ যুদ্ধবিরতির দাবি না তুললেও সিরিয়ার ব্যাপারে এই দাবি তুলছে। সিরিয়ার বিদ্রোহীরা যাতে নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে সেজন্য এই দাবি তোলা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। কিন্তু বিদ্রোহীদের আর সুযোগ দেয়া যায় না বলে সতর্ক করে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫

 

ট্যাগ