পার্ল হারবার সফরের সময় ক্ষমা চান নি জাপানি প্রধানমন্ত্রী
(last modified Wed, 28 Dec 2016 19:59:22 GMT )
ডিসেম্বর ২৯, ২০১৬ ০১:৫৯ Asia/Dhaka
  • জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে
    জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

পার্ল হারবার পরিদর্শনের সময় ক্ষমা চান নি জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বলা হয়- ১৯৪১ সালে পার্ল হারবারে জাপানি বাহিনীর অতর্কিত হামলায় ২,৪০০ জনেরও বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছিল।

চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, যদিও জাপান সরকার অ্যাবের এই সফরকে সংহতি সফর হিসেবে ঘোষণা করেছে, কিন্তু সফরটিকে নিতান্তই রাজনৈতিক প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে।

অ্যাবের এ সফরের লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দিক থেকে সম্ভাব্য অনিশ্চয়তার মধ্যে জাপান-মার্কিন মিত্রতা ঠিক রাখা। ডুবন্ত ইউএএস আরিজোনার ওপর নির্মিত পার্ল হারবার স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিজেকে “সম্পূর্ণ বাকরুদ্ধ” বলে অ্যাবে স্বীকার করেন যে, আমেরিকা ও জাপান ভয়ঙ্কর এক যুদ্ধে লিপ্ত হয়েছিল যা “মানুষ ধ্বংসের ইতিহাসে সবচেয়ে নিচের দিকে থাকবে”। তবে, জাপানি সেনাদের হাতে নিহত মার্কিন নাগরিকদের আত্মার প্রতি সমবেদনা জানানো ছাড়া অ্যাবে কোনরকম ক্ষমা চান নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালের ৭ ডিসেম্বর ৩৫০টির বেশি জাপানি যুদ্ধবিমানের অতর্কিত হামলায় ২,৪০৩ জন মার্কিন নাগরিক নিহত হয়, প্রায় ২০টি মার্কিন জাহাজ ডুবে যায় কিংবা বিনষ্ট হয় এবং ৩০০’র বেশি বিমান ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়।

বলা হয়- এই হামলা আমেরিকানদের জন্য আকস্মিক আঘাত হিসেবে আসে এবং আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে বাধ্য করে। জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকা আণবিক বোমা ফেলার পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের হিরোশিমা শহর সফরের ছয় মাস পর অ্যাবে পার্ল হারবার সফর করলেন।# 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮

 

ট্যাগ