স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত
(last modified Sat, 31 Dec 2016 06:00:29 GMT )
ডিসেম্বর ৩১, ২০১৬ ১২:০০ Asia/Dhaka
  • গ্রিক রাষ্ট্রদূতের সঙ্গে ১৫ বছর সংসার করেছেন ফ্রান্সোইস
    গ্রিক রাষ্ট্রদূতের সঙ্গে ১৫ বছর সংসার করেছেন ফ্রান্সোইস

ব্রাজিলের পুলিশ জানিয়েছে, দেশটিতে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূতকে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা হত্যা করেছেন। রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিস গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রিও ডি জেনেরিও’র বাইরে একটি পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, রাষ্ট্রদূতের ব্রাজিলিয় স্ত্রী ফ্রান্সোইস আমিরিদিস তার পুলিশ কর্মকর্তা প্রেমিকের সঙ্গে এই হত্যার পরিকল্পনা করেন।  ঘাতক পুলিশ কর্মকর্তা সের্জিও গোমেস ফিলহো রাষ্ট্রদূত কিরিয়াকসকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে ব্রাজিলের পুলিশ জানিয়েছে।  রাষ্ট্রদূতকে হত্যা করার পর তার লাশ গাড়ির মধ্যে রেখে গাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

রাষ্ট্রদূতের ৪০ বছর বয়সি স্ত্রী ফ্রান্সোইসকে তার ২৯ বছর বয়সি প্রেমিক গোমেস ফিলহো ও তার জ্ঞাতি ভাই এডওয়ার্ডো মেলোসহ আটক করা হয়েছে। হত্যার ঘটনা যাতে কেউ দেখতে না পায় সেজন্য মেলো চারিদিকে সতর্ক দৃষ্টি রাখেন এবং এজন্য তাকে ২৫,০০০ ডলারের সমপরিমাণ অর্থ দেয়া হয়।

আটক তিন ব্যক্তিকে ৩০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিস

৫৯ বছর বয়সী কিরিয়াকস আমিরিদিস ক্রিসমাসের রাতে রিও ডি জেনেরিও'র একটি জনবহুল এলাকায় স্ত্রীসহ বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। স্বামী নিখোঁজ হওয়ার খবর দূতাবাসকে জানিয়েছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী। তবে  স্ত্রী সঙ্গে থাকা অবস্থায় তিনি কিভাবে নিখোঁজ হলেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল পুলিশ। ফ্রান্সোইসও প্রথমে স্বামী হত্যার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। কিন্তু পুলিশি জেরার মুখে সব কথা স্বীকার করতে বাধ্য হন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১

 

ট্যাগ