সম্পর্ক জোরদারে গভীর আগ্রহী পেজেশকিয়ান ও মাদুরো
(last modified Sat, 13 Jul 2024 04:15:08 GMT )
জুলাই ১৩, ২০২৪ ১০:১৫ Asia/Dhaka
  •  সম্পর্ক জোরদারে গভীর আগ্রহী পেজেশকিয়ান ও মাদুরো

পার্সটুডে- ল্যাটিন আমেরিকার দেশগুলোর জোট ‘মার্কোসুর’ বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।  

এদিকে ইরান ও ভেনিজুয়েলার কর্মকর্তারা খুব শিগগিরই শীর্ষ পর্যায়ের একটি বৈঠক আয়োজনের ব্যাপারে একমত হয়েছেন। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান খিল সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে লিখেছেন, ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক ফোনালাপে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় দুই প্রেসিডেন্ট দু’দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করে অচিরেই একটি শীর্ষ বৈঠক আয়োজনে সম্মত হয়েছেন যাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করা যায়।

এর কয়েকদিন আগে মাদুরো সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে তেহরান ও কারাকাসের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম শক্তিশালী করার আহ্বান জানিয়েছিলেন। 

জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির বিস্তারে ব্রাজিলের দুঃখ প্রকাশ

ব্রাজিল সরকার জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি বিস্তারের ইসরাইলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। দেশটি এক বিবৃতিতে বলেছে, গত ২৭ জুন পশ্চিম তীরে স্বেচ্ছাচারীভাবে অবৈধ ইহুদি বসতি বিস্তারের যে পরিকল্পনা ইসরাইল সরকার ঘোষণা করেছে সে ব্যাপারে ব্রাজিল দুঃখ প্রকাশ করছে। 

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের এ পদক্ষেপ যে কেবল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন তাই নয়, সেইসঙ্গে এ ঘটনা মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় এবং গাজা যুদ্ধ বন্ধ করার যে প্রচেষ্টা চলছে তাকে পণ্ড করার অপপ্রয়াস হিসেবে দেখছে ব্রাজিল।  পার্সটুডে ফার্সি জানাচ্ছে, ব্রাজিল সরকার আরো বলেছে, দেশটি ১৯৬৭ সালের সীমানাভিত্তিক একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জোর আহ্বান জানাচ্ছে যার রাজধানী হবে পূব জেরুজালেম আল-কুদস। আর সম্ভাব্য যেই ফিলিস্তিন রাষ্ট্র হবে গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে নিয়ে।

 মাতৃভূমি পুনরুদ্ধারের ফিলিস্তিনি সংগ্রামীদের লড়াইয়ের প্রতি বলিভিয়ার সমর্থন

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো আরসা কাতাকুরা বলেছেন, ফিলিস্তিনিরা সন্ত্রাসী নয় বরং তারা ইহুদিবাদীদের কবল থেকে মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে লড়াই করছে। তিনি বলেন, ব্রাজিল সরকার গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানায় এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি জুলুমের অবসান দেখতে চায়।

কাতাকুরা আল-আরাবি নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে গাজায় ইহুদিবাদীদের গণহত্যার তীব্র নিন্দা জানান। 

এদিকে, ল্যাটিন আমেরিকার দেশগুলোর জোট ‘মার্কোসুর’ বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।  বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ওই চুক্তি এক দশকেরও বেশি সময় আগে স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও এতদিন বাস্তবায়িত হয়নি। কিন্তু গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ করার উপযুক্ত মাধ্যম হিসেবে ব্রাজিল সরকার ওই চুক্তি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ