শ্রীলংকার গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ নেবে চীনা কোম্পানি
https://parstoday.ir/bn/news/world-i30055-শ্রীলংকার_গুরুত্বপূর্ণ_বন্দরের_নিয়ন্ত্রণ_নেবে_চীনা_কোম্পানি
শ্রীলংকার হাম্বানটোটা বন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করতে চলেছে চীনা একটি কোম্পানি। চলতি একবিংশ শতাব্দীর বাকি সময় ধরে কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরটির নিয়ন্ত্রণে থাকবে এ কোম্পানি। অবশ্য কোম্পানিটির নাম এখনো প্রকাশ করা হয় নি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ১২:৫২ Asia/Dhaka
  • শ্রীলংকার গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ নেবে চীনা কোম্পানি

শ্রীলংকার হাম্বানটোটা বন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করতে চলেছে চীনা একটি কোম্পানি। চলতি একবিংশ শতাব্দীর বাকি সময় ধরে কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরটির নিয়ন্ত্রণে থাকবে এ কোম্পানি। অবশ্য কোম্পানিটির নাম এখনো প্রকাশ করা হয় নি।

বন্দরের প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও তদারকি করবে এ কোম্পানি। চীন এবং শ্রীলংকার কর্মকর্তারা এরইমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া চুক্তি করেছেন বলে জানিয়েছে জাপানি সম্প্রচার সংস্থা এনএইচকে।

শ্রীলংকার সর্বদক্ষিণে ভারত মহাসাগরের উপকূলে বন্দরটি অবস্থিত এবং এর আশপাশে বিমান এবং সাগর পথে চলাচল সংক্রান্ত প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। এ এলাকার অপরিসীম কৌশলগত গুরুত্ব রয়েছে। এছাড়া, আফ্রিকার সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্ক জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে এ সাগর পথ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।#

পার্সটুডে/মূসা রেজা/৪