মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি: ল্যাভরভ
(last modified Thu, 19 Jan 2017 12:11:39 GMT )
জানুয়ারি ১৯, ২০১৭ ১৮:১১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন,  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার দেশ কোনো হস্তক্ষেপ করে নি বরং হস্তক্ষেপ করেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তিনি বলেন, এসব দেশের নেতারা রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নাম রটিয়ে এ হস্তক্ষেপ শুরু করেন।

রাশিয়ার রাজধানী মস্কোয় আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ শুনতে শুনতে রাশিয়া এখন ক্লান্ত হয়ে পড়েছে। কারণ এই ভিত্তিহীন, প্রমাণহীন ও মানহানিকর অভিযোগ অব্যাহত রয়েছে; আমি বলতে চাই এই হতাশবাদী চিত্রের মধ্যে তারাই জড়িত রয়েছেন যারা সক্রিয়ভাবে নির্বাচনে হস্তক্ষেপ করেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মস্কো আগাগোড়াই বলে আসছে যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির জনগণ যাকেই নির্বাচিত করবেন তার সঙ্গে কাজ করবে রাশিয়া। এর বিপরীতে আমেরিকার কয়েকটি মিত্রদেশের নেতারা প্রকাশ্যে হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ইউরোপীয় ইউনিয়নের আরো কয়েকটি দেশ। ল্যাভরভ বলেন, ইউরোপের দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের আগে হুমকি হিসেবে তুলে ধরতেও দ্বিধা করে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯

 

ট্যাগ