'মাদক-বিরোধী সংগ্রামে চার হাজারেরও বেশি ইরানি শহীদ'
https://parstoday.ir/bn/news/world-i31765-'মাদক_বিরোধী_সংগ্রামে_চার_হাজারেরও_বেশি_ইরানি_শহীদ'
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা ক্ষেত্রে নানা হুমকির মোকাবেলায় দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৭ ১৯:৫৭ Asia/Dhaka
  • মাদকদ্রব্য চোরা-কারবার বিরোধী পুলিশ প্রধানদের বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    মাদকদ্রব্য চোরা-কারবার বিরোধী পুলিশ প্রধানদের বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা ক্ষেত্রে নানা হুমকির মোকাবেলায় দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। 

তিনি আজ তেহরানে মাদকদ্রব্য চোরা-কারবার বিরোধী পুলিশ প্রধানদের এক বৈঠকে এই আহ্বান জানিয়েছেন। 

সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, নানা ক্ষেত্রে বিশেষ করে মাদক-বিরোধী সংগ্রামে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা সন্তোষজনক। 
কোনও একটি দেশ একা নানা ধরনের হুমকি মোকাবেলা করতে সক্ষম নয়-এ কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক নানা সুযোগ আরও ব্যাপক মাত্রায় ব্যবহার করা উচিত। কারণ, মাদক-বিরোধী সংগ্রামে ইরানের অনন্য ত্যাগ আর কষ্ট স্বীকারের বিষয়টি এখনও বিশ্ব-সমাজের কাছে পুরোপুরি স্পষ্ট হয়নি। 

তিনি কালো টাকা সাদা করা ও সন্ত্রাসবাদকে দু’টি বৈশ্বিক হুমকি হিসেবে অভিহিত করেন এবং এ জাতীয় হুমকিগুলো দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দূর করা সম্ভব বলে মন্তব্য করেন। 

সাইয়্যেদ আব্বাস আরাকচি মাদক-বিরোধী সংগ্রামে চার হাজারেরও বেশি ইরানি নিরাপত্তা-কর্মীর শাহাদত বরণের ঘটনাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরে বলেছেন, ইরানের পুলিশ মাদক-বিরোধী সংগ্রামে ভালো অবদান রাখছে। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৫