প্রাচীর নিমার্ণ বিতর্ক: যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
(last modified Thu, 26 Jan 2017 19:19:20 GMT )
জানুয়ারি ২৭, ২০১৭ ০১:১৯ Asia/Dhaka
  • প্রাচীর নিমার্ণ বিতর্ক: যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ নিয়ে বিতর্ককে কেন্দ্র করে এ সফর বাতিল করা হয়েছে।

প্রেসিডেন্ট পেনা নেইতো বলেছেন, তার সরকার হোয়াইট হাউজকে জানিয়ে দিয়েছে যে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে  যাবেন না তিনি।

বাণিজ্য এবং অভিবাসন নিয়ে আলোচনার জন্য চলতি মাসের ৩১ তারিখে দুই নেতার বৈঠকের কথা ছিল। বৈঠক বাতিল করবেন বলে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়ার পর এ টুইটার বার্তায় এ ঘোষণা দেয়া হলো।

এর আগে ট্রাম্প বলেছিলেন, সীমান্ত প্রাচীর নির্মাণ বাবদ অর্থ দিতে যদি মেক্সিকো রাজি না থাকে তবে যেন প্রেসিডেন্ট পেনা নেইতো পূর্ব নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেন।#

পার্সটুডে/মূসা রেজা/২৬

 

ট্যাগ