লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে মেক্সিকোর ঐক্যবদ্ধ হওয়া উচিত: মোরালেস
(last modified Fri, 27 Jan 2017 06:09:18 GMT )
জানুয়ারি ২৭, ২০১৭ ১২:০৯ Asia/Dhaka
  • লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে মেক্সিকোর ঐক্যবদ্ধ হওয়া উচিত:  মোরালেস

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, লাতিন আমেরিকা এবং ক্যারাবিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে মেক্সিকোর ঐক্যবদ্ধ হওয়া উচিত। সীমান্ত প্রাচীর নির্মাণ নিয়ে যখন মেক্সিকোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েন তুঙ্গে তখন এ আহ্বান জানানো হলো।

টুইটার বার্তায় মোরালেস বলেন, “মেক্সিকোর ভাইদেরকে দক্ষিণের দিকে তাকানোর আহ্বান জানাব; লাতিন আমেরিকা এবং ক্যারাবিয়ান পরিচয়ের ভিত্তিতে তাদেরকে একযোগে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাব।

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ নিয়ে ট্রাম্পের সৃষ্ট বিতর্ককে কেন্দ্র করে  মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।  বাণিজ্য এবং অভিবাসন নিয়ে আলোচনার জন্য চলতি মাসের ৩১ তারিখে দুই নেতার বৈঠকের কথা ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৭

 

ট্যাগ