উত্তেজনা কমাতে মেক্সিকোর প্রেসিডেন্টকে ফোন করলেন ট্রাম্প
(last modified Sat, 28 Jan 2017 04:57:43 GMT )
জানুয়ারি ২৮, ২০১৭ ১০:৫৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত সীমান্ত প্রাচীর নির্মাণ এবং প্রতিবেশী দেশ মেক্সিকোর কাছ থেকে অর্থ আদায় করার ঘোষণা দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরপর ট্রাম্পের পক্ষ থেকে মেক্সিকোর প্রেসিডেন্টকে ফোন করা হলো।

মেক্সিকো সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে,  ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে গঠনমূলক বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট নেইতো। দু দেশের মধ্যে বিরাজমান মতপার্থক্য কমিয়ে আনতে উভয়পক্ষ অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া, বিতর্কিত বিষয়ে প্রকাশ্য বিবৃতি না দেয়ার বিষয়ে দু প্রেসিডেন্ট সম্মত হন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বাণিজ্য এবং অভিবাসন নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে চলতি মাসের ৩১ তারিখে দু নেতার মধ্যে বৈঠকের কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দেয়ায় সফর বাতিল করেছিলেন নেইতো।#

পার্সটুডে/মূসা রেজা/২৮

 

ট্যাগ