সিঙ্গাপুরে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত সৌদি কূটনীতিক
(last modified Thu, 02 Feb 2017 05:02:02 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ১১:০২ Asia/Dhaka
  • বেইজিং-ভিত্তিক সৌদি কূটনীতিক বন্দর ইয়াহিয়া আল-জাহরানি
    বেইজিং-ভিত্তিক সৌদি কূটনীতিক বন্দর ইয়াহিয়া আল-জাহরানি

সিঙ্গাপুরের একটি আদালতে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হয়েছেন একজন সৌদি কূটনীতিক। তার বিরুদ্ধে ২০ বছর বয়সি এক নারী হোটেল কর্মীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে।

আদালতে আট দিনের শুনানি শেষে যৌন হয়রানির তিনটি অভিযোগে দোষি সাব্যস্ত হয়েছেন বেইজিং-ভিত্তিক সৌদি কূটনীতিক বন্দর ইয়াহিয়া আল-জাহরানি। তবে ৩৯ বছর বয়সি জাহরানি দাবি করেছেন, তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার জন্য ওই হোটেল কর্মী তার অন্য সহকর্মীদের সঙ্গে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

তবে জেলা জজ লি পোহ চু এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, এ দাবির পক্ষে যথোপযুক্ত প্রমাণ দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন সৌদি কূটনীতিক।

২০১৬ সালের ১৪ আগস্ট সিঙ্গাপুরের অবকাশযাপন দ্বীপ সেন্টোসা’র একটি হোটেলে এই অপকর্ম করেন আল-জাহরানি। তিনি ওই নারী হোটেলকর্মীকে জাপটে ধরে তাকে যৌন হেনস্তা করেন।

শুক্রবার জাহরানির বিরুদ্ধে আদালতের রায় ঘোষিত হবে। ২০ বছর বয়সি আক্রান্ত নারীর বিরুদ্ধে বলপ্রয়োগের জন্য তার তিন মাসের কারাদণ্ড ও ১,৫০০ ডলার জরিমানা হতে পারে। পাশাপাশি যৌন হয়রানির জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি পেতে পারেন সৌদি কূটনীতিক।

২০১৫ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লির সৌদি দূতাবাসের সামনে ভারতীয় নারীদের বিক্ষোভ

এর আগে ২০১৫ সালে ভারতে নিযুক্ত একজন সৌদি কূটনীতিকের বিরুদ্ধে দুই নেপালি নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তিনি নয়াদিল্লির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিজে ওই দুই নারীকে ধর্ষণের পাশাপাশি তাদেরকে আরো বহু মানুষের হাতে তুলে দিয়েছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২

ট্যাগ